ভিডিয়ো: অ্যাম্পায়রকে মহেন্দ্র সিং ধোনি ফের জানালেন ডিআরএস নেওয়ায় তার মত কেউ নেই, অ্যাম্পায়ার চাইলেন ক্ষমা

ওয়ানডে ম্যাচে যে কোনও দলই দুটি ডিআরএস পায়। একটি ডিআরএস যে কোনও দল বল করার সময় পায়, আর একটি ডিআরএস দল ব্যাটি করার সময় পেয়ে থাকে। অন্যদিকে ক্রিকেটের ভাষায় ডিআরএস কথাটির ফুল ফর্ম হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম। কিন্তু এখন ক্রিকেট জগত ডিআরএসের আরেকটা নাম রেখেছে। এখন ক্রিকেট প্রশংসকেরা ডিআরএসকে ‘ধোনি রিভিউ সিস্টেম’ নামেও জানে।

ডিআরএসের ব্যাপারে ধোনির কোনও প্রতিদ্বন্ধী নেই
ভিডিয়ো: অ্যাম্পায়রকে মহেন্দ্র সিং ধোনি ফের জানালেন ডিআরএস নেওয়ায় তার মত কেউ নেই, অ্যাম্পায়ার চাইলেন ক্ষমা 1
ডিআরএসের নাম ধোনি রিভিউ সিস্টেম এই জন্য রাখা হয়েছে, কাওণ প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ডিআরএস নেওয়ার ব্যাপারে কোনও প্রতিদ্বন্ধী নেই। যখনই ভারতীয় দলের এই প্রাক্তণ অধিনায়ক ডিআরএস নেন, তখন সেটা ৯৯% সঠিক হয়।

তৃতীয় ওয়ানডে ম্যাচেও দেখালেন নিজের সঠিক ডিআরএস নেওয়ার ক্ষমতা
ভিডিয়ো: অ্যাম্পায়রকে মহেন্দ্র সিং ধোনি ফের জানালেন ডিআরএস নেওয়ায় তার মত কেউ নেই, অ্যাম্পায়ার চাইলেন ক্ষমা 2
ভারতীয় দলের প্রাক্তণ অধিনায়ক ধোনি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি তৃতীয় ওয়ানডে ম্যাচে নিজের ডিআরএস সিস্টেম নেওয়ার বোঝার ক্ষমতার প্রমান দিয়েছেন। বাস্তবে ধোনিকে তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন মইন আলির ৩১.৩ ওভারে অ্যাম্পায়ার এলবিডব্লিউ আউট দিয়ে দেন। কিন্তু ধোনি নিজের ডিআরএসকে বোঝার ক্ষমতা দেখিয়ে দ্রুত ডিআরএস নিয়ে নেন। রিপ্লেতে যখন তৃতীয় অ্যাম্পায়র দেখেন তো তখন দেখা যায় বল স্ট্যামের উপর দিয়ে যাচ্ছে। আর অ্যাম্পায়ার ধোনিকে নট আউট ঘোষনা করেন।

আপনি এই ভিডিয়োয় দেখতে পারেন যে কিভাবে ইংল্যান্ডের স্পিন বোলার মইন আলির বলে মাঠের অ্যাম্পায়ার ধোনিকে আউট দিয়ে দিয়েছিলেন আর কিভাবে ধোনি নিজের ডিআরএস নেওয়ার ক্ষমতার ফায়দা তুলে নিজের দামী উইকেট বাঁচিয়ে নেন। যদিও এটা প্রথমবার ছিল না ধোনি এর আগেও বেশ কয়েকবার অ্যাম্পায়ারের সিদ্ধান্তকে ভুল প্রমান করে ছেড়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *