ভারতীয় দল যখন এশিয়া কাপ ২০১৮র নিজের শেষ সুপার ৪ ম্যাচে আফগানিস্থানের বিরুদ্ধে মাঠে নামে তো দলে পরিবর্তন দেখে সকলেই অবাক হয়ে যায়। এশিয়া কাপে অধিনায়কত্ব সামলানো রোহিত শর্মার জায়গায় ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে দেখা যায়। আসলে ভারতীয় দল এই ম্যাচে মোট পাঁচটি পরিবর্তন করেছে। অধিনায়ক রোহিত শর্মা, সহঅধিনায়ক শিখর ধবন, যজুবেন্দ্র চহেল, জসপ্রীত বুমরাহ, ভুবুনেশ্বর কুমার বাইরে বসেছেন। এই অবস্থায় দলের অধিনায়কত্ব আরও একবার ধোনিকে দেওয়া হয়েছে। অধিনায়ক হিসেবে ধোনির এটি ২০০তম ম্যাচ।
নিজেদের পছন্দের অধিনায়কের প্রত্যাবর্তন দেখে সমর্থকদের ভীষণই খুশি হতে দেখা যায়। তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের এই খুশিকে জাহির করেছেন। যেমনই ধোনি টস করার জন্য মাঠে নামেন তার কিছু সময় পরেই তিনি টুইটারে ট্রেন্ড হতে শুরু করেন। এক ফ্যান টুইট করে লেখেন মহেন্দ্র সিং ধোনি ২০০ বার ওয়ানডেতে ভারতের নেতৃত্ব করছেন। হাসি মুখে তাকে টস করতে দেখা দারুণ ছিল। তিনি একজন বিশেষ ব্যক্তিত্ব। এছাড়াও আরও অনেক ইউজার নিজের খুশি ব্যক্ত করেছেন।
MS DHONI leading India for the 200th time in ODIs. Such a pleasure to see him at the toss with a smile. This man is so special ♥️ #AsiaCup2018
— Rukhster (@Ashish515) September 25, 2018
Me when I heard MS Dhoni is the captain today after two years ????
So much happiness ??#Dhoni #DhoniMyCaptainForever pic.twitter.com/5MEmk6L827
— Saranya Babu (@saru_babu) September 25, 2018
MS Dhoni leads the Indian team for 200th time in ODI's? What a proud moment.? He has captained against 13 oppositions and Afghanistan happens to be the 14th #INDvAFG #AsiaCup2018
— abhishek kumar (@Kabhishek503Sk) September 25, 2018
And the God is back. Congratulations MS Dhoni..!! ?? for your 200th match as the Indian Captain. What a stupendous achievement!! Bleed blue. Kudos legend. The man leading for one last time..??✌✌
— Sauradipta Ganguly (@Sobriquetsg) September 25, 2018
200th ODI as a Captain!!
MS Dhoni Leading #TeamIndia Today as a Captain after 2 Years?
Whatta Day for MSD-ians?#INDvAFG— Nandhini subramanian (@Nandhinisp) September 25, 2018
Rohit Sharma Treating MS Dhoni Like How a Legend Should Be Treated..
— Mahendra Singh Dhoni (@Ansh_MSDian) September 25, 2018
Captain Cool is back!
Some changes for India means Rohit Sharma rests and MS Dhoni once again takes the reins! His 200th ODI as captain.
He's lost the toss and Afghanistan are batting, while Deepak Chahar makes his debut.
#INDvAFG LIVE ⬇️https://t.co/QOBmNShq3d#AsiaCup pic.twitter.com/OUXFy0KsJ3
— ICC (@ICC) September 25, 2018
No Kohli
No Bumrah
No B Kumar
No Chahal
No Rohit
No DhawanBut Still Aghanistan is afraid of Indian Team
Becz of MS Dhoni ???
That's A ManMahi….. You're Great ??
RT if you're also Fan of Him#INDvAFG
— Ubaid (@1amUba1d) September 25, 2018