ক্রিকেটটা মূলত টিম গেম। যে দল ভাল খেলে, তারাই ম্যাচ জেতে। খুব কম সময়ই দেখা যায় কোন একজনের পারফরমেন্সের ওপর ভর করে একটা দল টুর্নামেন্ট জিতছে। তাই এই খেলায় দলের প্রতিটা খেলোয়াড়ের ভাল পারফরমেন্স জরুরি। এবার দেখে নেওয়া যাক ওয়ান ডে ক্রিকেটে কোন দশটি দেশ সবথেকে বেশি জয় পেয়েছে।
১০– বাংলাদেশ (৯৮ জয়)
সরকারিভাবে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের আবির্ভাব ১৯৮৬ সালে। সেই সময় থেকে মোট ৩১২টি ম্যাচ খেলেছে পদ্মাপারের দেশটি। জিতেছে মোট ৯৮টি ম্যাচে।
৯– জিম্বাবোয়ে (১২২ জয়)
৯০ দশকের শেষের দিক থেকে উত্থান ঘটতে শুরু করে জিম্বাবোয়ে ক্রিকেটের। সেই সময় ওয়ান ডে ক্রিকেটে বেশ শক্তিশালী ছিল আফ্রিকার দেশটি। ৪৭৪টি ম্যাচে তাদের জয়ের সংখ্যা ১২২।
৮– নিউজিল্যান্ড (৩১১ জয়)
নিউজিল্যান্ডকে তালিকার এত তলায় দেখাটা সত্যিই অবাক করার মতো। আসলে কিউয়িরা একদিনের ক্রিকেটে অনেকদিন ধরেই খলছে। তবুও ৭০৩টি ম্যাচে তারা জয় পেয়েছে ৩১১টি ম্যাচে।
৭– ইংল্যান্ড (৩১৯ জয়)
ক্রিকেটের আঁতুরঘর বলা হয় ইংল্যান্ডকে। তবে ওয়ান ডে ক্রিকেটে কখনই আহামরি কিছু করে দেখাতে পারেননি ইংরেজরা। ৫০ ওভারের ক্রিকেটে কখনই তারা কোন বড় ট্রফি জিততে পারেনি। ৬৬৪টি ম্যাচ খেলে ইংরেজরা জয় পেয়েছে ৩১৯টি ম্যাচে।
৬– দক্ষিণ আফ্রিকা (৩৪১ জয়)
১৯৯১ সাল থেকে সরকারিভাবে ওয়ান ডে ম্যাচ খেলতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। আর সেদিকে নজর দিলে বলতেই হবে যে তালিকায় ছয় নম্বরে থাকাটা অবশ্যই কৃতিত্বের ব্যাপার। মাত্র ৫৫৫টি ম্যাচ খেলে ৩৪১টি ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়া বাহিনী।
৫– শ্রীলঙ্কা (৩৬২ জয়)
১৯৯৬ সালে আন্ডারডগ হয়েও ক্রিকেট বিশ্বকাপ জিতে সবাইকে চমকে দেয় শ্রীলঙ্কা। তারপর থেকে এশিয়ার এই ক্রিকেট খেলিয়ে দেশটিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শেষ ২৫ বছর ধরেও তারা নামজাদা সব ক্রিকেটারদের জন্ম দিয়েছে। এহেন দেশটি ৭৬৫টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৩৬২ ম্যাচে।
৪– ওয়েস্ট ইন্ডিজ (৩৭৫ জয়)
১৯৭০ থেকে ১৯৯০, প্রায় দু’দশক ধরে ক্রিকেট বিশ্বকে শাসন করে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে তারপর থেকে দেশের বোর্ডের খামখেয়ালি মনোভাবের কারণে ক্রিকেটের আঙিনায় পিছিয়ে পড়ে দেশটি। সীমিত ওভারের খেলায় ক্যারিবিয়ান দল অবশ্য এখনও কিছুটা শক্তিশালী। একদিনের ক্রিকেটে মোট ৭৩৭টি ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ৩৭৫টি ম্যাচে।
৩– পাকিস্তান (৪৫২ জয়)
ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তান সবসময়ই শক্তিশালী দল। ৯০-এর দশকের শেষ দিকে বেশ কিছু তারকা বোলার ও ব্যাটসম্যান উপহার দিয়েছে এই দেশটি। ৮৫৭টি ম্যাচে পাক দলের জয়ের সংখ্যা ৪৫২।
২— ভারত (৪৫৪ জয়)
এই মুহূর্তে ওয়ান ডে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশ হল ভারত। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটে ব্যাপক উন্নতি করেছে তারা। সেই সঙ্গে উপহার দিয়েছে বিশ্বের সব তারকা ব্যাটসম্যানদের। ৮৯৯টি ম্যাচ খেলে ওয়ান ডে ক্রিকেটে ভারতের জয়ের সংখ্যা ৪৫৪টি।
১– অস্ট্রেলিয়া (৫৪০ জয়)
বিশ্ব ক্রিকেটে সবথেকে বেশি শাসন যদি কোন দেশ করে থাকে সেটা অবশ্যই অস্ট্রেলিয়া। অজিদের শক্তিশালী ক্রিকেট দল কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছে। মোট ৫টি বিশ্বকাপ জিতেছে তারা। ৮৭৪টি ম্যাচের মধ্যে তারা জয় তুলে নিয়েছে ৫৪০টি ম্যাচে।