অজিদের স্পিন পরামর্শদাতা হলেন এই কিংবদন্তী স্পিনার 1

আসন্ন ভারত সফরের আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রশিক্ষণ শিবিরে দেখা যাবে মন্টি পানেসরকে।ইংল্যান্ডের এই ভারতীয় বংশোদ্ভুত স্পিনারটি অজিদের স্পিন-পরামর্শদাতা হিসাবে কাজ করবেন।চার টেস্ট ম্যাচের সিরিজ খেলতে সামনের ফেব্রুয়ারি মাসে ভারতে আসছে অস্ট্রেলিয়া।সেই দলে চার জন স্পিনার  রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

উপমহাদেশের স্পিন সহায়ক উইকেটে কী করে বিরাট কোহলি ব্রিগেডের বিরুদ্ধে অজিদের স্পিন বাহিনীর মোকাবিলা করতে হবে, তারই মহড়া দেবেন পানেসর। কারণ এটা সবাই জানেন যে, ভারতের মাটিতে যে কোনও সিরিজে স্পিনাররা একটা গুরুত্বপূর্ণ ভুমিকা গ্রহণ করবেন।সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে ভারতের রবিচন্দ্রন অশ্বীন এবং রবীন্দ্র জাদেজা বেশ সফল হন। দু’জনে মিলে সিরিজে ৫৪টি উইকেট দখল করেন।

একটি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পানেসর জানিয়েছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্যাট হাওয়ার্ড নিজেই তাঁকে অনুরোধ করেছিলেন, দলের ব্যাটসম্যানদের স্পিন বোলিং খেলার কৌশল রপ্ত করিয়ে দিতে রাজি কি না? আর সেই প্রস্তাবে রাজি হয়েছেন পানেসর।অস্ট্রেলিয়া মিডিয়ার খবর- দলের বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফি-দের সঙ্গে সেন্টার অফ এক্সেলেন্টে সময় কাটাবেন পানেসর।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ভারত সফরে পাঁচ টেস্টের সিরিজে ০-৪ হেরেছে ইংল্যান্ড। ভারত সফরের সেই দলে জায়গা হয়নি ৩৪ বছরের পানেসরের। কিন্তু ২০১২-১৩ সালে ভারতে টেস্ট সিরিজ জিতেছিল ইংরেজরা। সেখানে ইংল্যান্ডের স্পিন আক্রমণের নেতৃত্বে ছিলেন এই পানেসর। সেবার তিনটি টেস্টে ১৭টি উইকেট নিয়ে সবার নজর কেড়ে নেন তিনি।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *