মোদির সুপারিশে এই ভারতীয় খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে 1

নিউইয়র্ক: দেশের তারকা পেসার ইশান্ত শর্মাকে কি তবে ‘ট্রাম্প কার্ড’ হিসেবে ব্যবহার করতে চাইছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ইশান্ত শর্মাকে সেই দেশের একটি বেসবল দলে খেলানোর আবেদন করেছেন খোদ মোদি। আর সেই আবেদনটি হোয়াইট হাউসে সরাসরি ট্রাম্পকেই করেছেন।

মোদির সুপারিশে এই ভারতীয় খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে 2
ইশান্ত শর্মা

এখানে দেখুনঃ এবার এই ভারতীয় ক্রিকেটারটি খেলতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে! 

দুই শক্তিধর রাষ্ট্রনেতার আলোচনায় বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে। তবে দুই রাষ্ট্রনেতার গোপন বৈঠকে সব খবর লুকোনো থাকেনি। বেশ কিছু খবর প্রকাশ্যেই বেরিয়ে এসেছে। সেখানেই জানা যায়, ভারতীয় পেসারের ব্যাপারটা তুলে ধরেন মোদি। তবে হঠাৎ করে এমন অদ্ভুত আবেদন কেন করলেন ভারতের প্রধানমন্ত্রী! তার পিছনে যে কারণটি রয়েছে সেটা মোটেও ফেলে দেওয়ার মতো নয়।

মোদির সুপারিশে এই ভারতীয় খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে 3
নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসেই ইশান্ত শর্মাকে ট্রাম্পের প্রিয় বেসবল দল নিউইয়র্ক ইয়াঙ্কিসের হয়ে খেলানোর আবেদন করেন মোদি। ঘটনা হল, ৬ ফুট ৪ ইঞ্চি লম্বার ইশান্ত শর্মা নিঁখুত ফুলটস দিতে পারেন। বেসবলে তাই ইশান্ত ভালো পিচার হতে পারবেন বলে বিশ্বাস মোদির। কিন্তু মোদির সেই আবেদনের সাড়া দেননি ট্রাম্প। বলে দিয়েছেন, নিউইয়র্ক ইয়াঙ্কিস দলে অন্যান্য দলের থেকে ভাল পিচার রয়েছে। তাই এখনই অন্য দেশের পিচারের প্রয়োজন নেই।

মোদির সুপারিশে এই ভারতীয় খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে 4

মোদির সুপারিশে এই ভারতীয় খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে 5
ইশান্ত শর্মা

পুরো ব্যাপারটাই আসলে রসিকতার ছলে ঘটানো হয়েছে। দুই দেশের রাষ্ট্র প্রধানের আলোচনার মধ্যে একটু খানি যেন রসিকতা মিশে ছিল। সেখানেই মোদি এমনটা বলেছেন বলে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমগুলি খবর প্রকাশ করেছে। জানা গিয়েছে, ট্রাম্প নাকি পিচারের চেয়ে একজন ভালো ব্যাটার চেয়েছেন। এবং মোদি সেক্ষেত্রে ভারতের দুই বাঁ হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না ও গৌতম গম্ভিরের নাম সুপারিশ করেছেন।

মোদির সুপারিশে এই ভারতীয় খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে 6
রেনশর উইকেট নেওয়ার পর ঈশান্ত শর্মার উল্লাস
মোদির সুপারিশে এই ভারতীয় খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে 7
ইশান্ত শর্মা

আরোও দেখুনঃ আইসিসি থেকে বিতাড়িত করে দেওয়া হল মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে!

ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে আন্তর্জাতিক অাঙিনায় প্রবেশ ঘটে ইশান্তের। তারপর থেকে ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে যান তিনি। শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে না থাকলেও, ফের ফিরে অাসার লড়াই শুরু করে দিয়েছেন তিনি। তিনি কবে অাবার জাতীয় দলের জার্সি অাবার গায়ে তুলতে পারবেন, সেটাই হল এখন দেখার বিষয়।

মোদির সুপারিশে এই ভারতীয় খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে 8
ঈশান্ত শর্মা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *