অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারের জেরে এবার ভারতকে নিয়ে বড় ভবিষ্যতবানী দিলেন মাইকেল ভন 1
MELBOURNE, AUSTRALIA - DECEMBER 26: Michael Vaughan is seen prior to day one of the Second Test match in the series between Australia and New Zealand at Melbourne Cricket Ground on December 26, 2019 in Melbourne, Australia. (Photo by Mike Owen/Getty Images)

গতকাল সিডনিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬৬ রানে হারে ভারতীয় দল। ৩৭৪ রানের বিশাল রান তুলে দেওয়ার পর ভারতের ব্যাটিং লাইন আপে ধস তুলে দিয়েছিলেন জস হেজলউড। কিন্তু শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়ার দুরন্ত শতরানের পার্টনারশিপের জেরে ম্যাচে কিছুটা ফিরে আসে ভারত। কিন্তু শেষ অবধি ৫০ ওভারে ৩০৮ রানই তুলতে সক্ষম হয় তারা।

India vs Australia: Virat Kohli and Co fined 20 percent match fee for  maintaining slow over-rate in first ODI - Firstcricket News, Firstpost -  Flipboard

আর এর ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন ভারতীয় দলের ব্যাটিং ও বোলিং শক্তি নিয়ে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল সমৃদ্ধ বোলিং লাইন আপ সত্ত্বেও বড় রান তুলে দিচ্ছে অস্ট্রেলিয়া। এদিকে, রোহিত শর্মার অনুপস্থিতি বেশ বড়সড় ধাক্কা হয়ে উঠেছে ভারতীয় ব্যাটিং লাইন আপের জন্য, তা বোঝা গিয়েছে রান তাড়া করার সময়ে। একটি পার্টনারশিপ বাদে আর কিছুই করতে পারেননি ভারতের তারকা ব্যাটসম্যানরা।

India vs Australia 2020: Michael Vaughan Slams Virat Kohli-Led Team India,  Feels Visitors Will Lose to Australia in All Formats | India.com cricket  news

এবার ভারতের এমন বাজে হারের জেরে অস্ট্রেলিয়া সফরে ভারতের ফলাফল নিয়ে বড় ভবিষ্যতবানী দিয়ে বসলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও তিন ম্যাচের আন্তর্জাতিক টি২০ সিরিজ এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আর এই প্রত্যেকটি সিরিজেই ভারতকে হারাবে অস্ট্রেলিয়া, এমন বার্তা দিয়ে দিলেন মাইকেল ভন। শুধু হারানো নয়, বেশ দাপটের সাথেই অস্ট্রেলিয়া হারাবে ভারতকে, বক্তব্য প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের।

India vs Australia: Found nice rhythm but there wasn't a lot of pressure,  says Steve Smith - The Financial Express

গতকাল ম্যাচের পর নিজের টুইটারে এই ভবিষ্যতবানীর ঘোষণা করেন মাইকেল ভন। টুইটারে তিনি লিখেছেন, “আগাম বার্তা, আমার মনে হয় এই সফরে প্রতিটা ফর্ম্যাটেই অস্ট্রেলিয়া দাপটের সাথে হারাবে ভারতকে।”

গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওপেনিংয়ে ১৫৬ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। ৭৬ বলে ৬৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ওয়ার্নার। এরপর শতরান করে অ্যারন ফিঞ্চ (১২৪ বলে ১১৪) আউট হওয়ার পর শুরু হয় ভারতীয় বোলারদের উপর প্রহার। স্টিভ স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েলের দুর্ধর্ষ পার্টনারশিপের জেরে বড় রান তোলার মঞ্চ তৈরি হয়ে যায়। একদিকে ১৯ বলে ৪৫ রানের দুরন্ত ক্যামিও খেলেন ম্যাক্সওয়েল, অন্যদিকে মাত্র ৬৬ বলে ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলেন স্টিভ স্মিথ। আর এর ফলে ৩৭৪/৬ স্কোর তোলে অস্ট্রেলিয়া।

India vs Australia 1st ODI: Found nice rhythm but there wasn't a lot of  pressure, says Steve Smith | Cricket News - Times of India

জবাবে শুরুর ওভারে মিচেল স্টার্ককে ২০ রান মেরে ভালো শুরু করেন মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে একে একে আউট হন আগরওয়াল, শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল। চাপে পড়ে আউট হয়ে যান বিরাট কোহলিও। কিন্তু এরপর ১২৮ রানের বড় পার্টনারশিপ গড়ে তোলেন শিখর ধাওয়ান এবং হার্দিক পান্ডিয়া। শেষ অবধি ৮৬ বলে ৭৪ রান করে আউট হন শিখর ধাওয়ান। অন্যদিকে রান রেট ক্রমশ বাড়তে থাকায় অ্যাডাম জাম্পাকে মারতে গিয়ে ৯০ রানে আউট হন হার্দিক পান্ডিয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *