বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ডের পরিচিত শুধুমাত্র ক্রিকেটের জনক হিসেবে নয়। এছাড়াও এই আন্তর্জাতিক দল নিয়ে একটি মজার জোকস প্রচলিত আছে সর্বত্র। দেশটা ক্রিকেট খেলে বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে তৈরী দল নিয়ে।এই ধাঁরা বজায় ছিলো আগে, এখনও আছে। সাম্প্রতিক সময়ে উদাহরণ স্বরূপ বলা যায় বেশ কিছু ক্রিকেটারদের নাম। প্রথমেই বলবো তারকা অলরাউন্ডার বেন স্টোকসের কথা। ইনি জন্মসূত্রে একজন নিউজিল্যান্ডার, ওপেনার জেসন রয়ের জন্ম সাউথ আফ্রিকায় আবার জোফ্রা আর্চারের জন্ম বার্বাডোজে।
সম্প্রতি প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার একটি চমকপ্রদ ইংল্যান্ড একাদশ বানালেন যেখানে তিনি গোটা দলটাই বাছাই করেছেন এমন কিছু ক্রিকেটারদের সমন্বয়ে যাদের জন্ম বিদেশের মাঠে।এবং পরবর্তী সময় সেই তালিকাকে ধরে রাখা নিজের একটি ছবিও তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, যা মুহূর্তে হয়ে যায় ভাইরাল।আসুন চোখ রাখা যাক ভনের সেই তালিকার দিকে।
দলের প্রথম ওপেনার হিসেবে রয়েছেন এ্যন্ড্রু স্ট্রস, যিনি জন্মসূত্রে একজন সাউথ আফ্রিকান। তাকে সঙ্গত দেবেন ডগলাস জার্ডিন, যিনি জন্মসূত্রে একজন ভারতীয়।ভারতের বোম্বে ‘তে জন্ম নেওয়া এই বিখ্যাত ইংল্যান্ড তারকা ১৯৩২ – ৩৩ সালে বডিলাইন সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।প্রসঙ্গত, এই একাদশের অধিনায়ক হিসেবে তাকেই রেখেছেন ভন।তালিকায় তিন নম্বর ক্রিকেটার রবিন স্মিথ, যার জন্ম সাউথ আফ্রিকায়।
চার নম্বরে রয়েছে সকলের প্রিয় কেভিন পিটারসেন।যিনি জন্মসূত্রে একজন সাউথ আফ্রিকান।ইংল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা একজন ডান – হাতি ব্যাটসম্যান হলেন কেপি।তালিকায় পরবর্তী স্থানে রয়েছেন আরও একজন সাউথ আফ্রিকায় জন্ম নেওয়া ইংল্যান্ড ক্রিকেটার , তিনি হলেন এ্যলান ল্যাম্ব।এরপর ভন এই তালিকায় স্থান দিয়েছেন এইমুহুর্তে বিশ্বের অন্যতম সেরা একজন অলরাউন্ডার বেন স্টোকস’কে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্ম নিয়েছিলেন এই তারকা অলরাউন্ডার।
উইকেটকিপার হিসেবে দলে রেখেছেন ম্যাট প্যারোর’কে।ইংল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে একজন অন্যতম সেরা উইকেট কিপার – ব্যাটসম্যান হলেন প্যারোর। যিনি জন্ম নিয়েছিলেন সাউথ আফ্রিকার জো’ বার্গে।
বোলিং বিভাগে এই ক্রিকেটার আস্থা রেখেছেন তিন ক্যারিবিয়ান- জাত পেসারের উপর।গুয়ানায় জন্ম নেওয়া ক্রিস লুইস,বার্বাডোজের জোফ্রা আর্চার যিনি সাম্প্রতিক সময়ে বিরাট পরিচিত লাভ করে নিয়েছিলেন, এছাড়াও আছেন ডোমিনিসিয়ান জাত ফিলিপ ডে’ ফ্রেইতাস।তালিকায় একদাশ ক্রিকেটার হিসেবে রয়েছেন জাম্বিয়া জাত ফিল এডমন্ডস।
একনজরে মাইকেল ভনের একাদশ: এ্যন্ড্রূ স্ট্রস, ডগলাস জার্ডিন ( অধিনায়ক ), রবিন স্মিথ, কেভিন পিটারসেন, এ্যলান ল্যাম্ব, বেন স্টোকস, ম্যাট প্যারর, ক্রিস লুইস, জোফ্রা আর্চার, ফিলিপ দে ‘ ফ্রেইতাস এবং ফিল এডমন্ডস।