IPL 2024, PBKS vs MI MATCH 33 HIGHLIGHTS: জয়ের মুখ দেখলো মুম্বই, পাঞ্জাবের বিরুদ্ধে ৯ রানে জয় ছিনিয়ে নিলো MI পল্টন !! 1

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মরশুম (IPL 2024) আর ইতিমধ্যেই পরিসমাপ্তি ঘটলো পাঞ্জাব ও মুম্বইয়ের মধ্যে হাইভোল্টেজ ম্যাচের। প্রথমে ব্যাটিং করতে এসে ১৯২ রানে শেষ হয় মুম্বইয়ের ব্যাটিং এবং সেই রান তাড়া করতে এসে ১৮৩ রানে শেষ হয় পাঞ্জাবের ব্যাটিং।

আরও পড়ুন | IPL 2024: স্নায়ুর যুদ্ধে বাজিমাত মুম্বইয়ের, আশুতোষের অসাধারণ ইনিংস সত্ত্বেও ৯ রানে হারলো পাঞ্জাব !!

তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় মুম্বই

PBKS vs MI, IPL 2024
PBKS vs MI | Image: Getty Images

ওপেনিং করতে আসা রোহিত শর্মা ও ঈশান কিষান দারুন সূচনা করে এসেছেন পুরো সিজিন জুড়েই। তবে আজকের ম্যাচে প্রথম দুই ওভারে ১৮ রান বানানোর পর কাগিসো রাবাদার বলে অফ স্ট্যাম্পের বাইরের বলে ছক্কা হাঁকানোর প্রচেষ্টায় নিজের উইকেট হাঁকান।

পাওয়ার প্লেতে আবার ৫০’এর গন্ডি টপকায় মুম্বই

ঈশান আউট হতেই ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে পাওয়ার প্লের ভিতরেই ৫৪ রান বানিয়ে ফেলেন এই জুটি। আজকের উইকেটে বল থমকে আসার কারণে কিছুটা ধীর গতিতে ব্যাটিং করতে দেখা যায় দুজনকে।

রোহিত-সূর্যের মধ্যে গড়ে ওঠে ৮১ রানের পার্টনারশিপ

PBKS vs MI, IPL 2024
PBKS vs MI | Image: Getty Images

রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব পাওয়ার প্লের পরেও তাদের প্রদর্শন বজায় রাখেন। স্পিনারদের বিরুদ্ধে বেশ দ্রুতগতিতে ব্যাটিং করতে দেখা যায় সূর্যকে। দুজনের মধ্যে ৫৭ বলে ৮১ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। তবে ১২তম ওভারে রোহিত আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে হারান নিজের উইকেট। স্যাম কুরানের স্লো বল বুঝতে ব্যার্থ হন রোহিত এবং স্টেপ আউট করে মারতে গিয়ে হারান নিজের উইকেট।

মিডিল ওভারে ১০ এর রান রেটে রান বানায় মুম্বই

রোহিত আউট হতে ব্যাটিং করতে আসেন তিলক ভার্মা। সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে মিডিল ওভারে দুরন্ত ব্যাটিং করেন। ২৮ বলে ৪৯ রানের এর পার্টনারশিপ গড়েন। তবে স্যাম কুরানের স্লোয়ারে পরাস্ত হন স্কাই এবং হারান নিজের উইকেট।

শেষ ৪ ওভারে ৪৪ রান বানায় মুম্বই

PBKS vs MI, IPL 2024
PBKS vs MI | Image: Getty Images

শেষ ৪ ওভারে হার্দিক, তিলক ও টিম ডেভিডের অসাধারণ প্রচেষ্টায় দলকে ১৯২ রানে পৌঁছে দেন। তবে শেষ ওভারে মাত্র ৬ রান দেন হার্শাল প্যাটেল। যে কারণে ২০০’র গন্ডি টপকানো সম্ভব হয়নি তার দাঁড়ায়।

পাওয়ার প্লেতে ৪ উইকেট হারায় পাঞ্জাব কিংস

PBKS vs MI, IPL 2024
PBKS vs MI | Image: Getty Images

পাওয়ার প্লেতে প্রভশিমরণ সিং, রিলে রুশো, স্যাম কুরান ও লিয়াম লিভিংস্টোন প্যাভিলিয়নে ফেরেন। পাওয়ার প্লের ভিতরে ২টি করে উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ এবং জিরল্ড কোর্টজে।

১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব

PBKS vs MI, IPL 2024
PBKS vs MI | Image: Getty Images

প্রথম চার উইকেট হারানোর পর দলকে সামাল দিচ্ছিলেন শশাঙ্ক সিং। তবে তিনি বাঁকি ব্যাটসম্যানদের কোনো সঙ্গ পাননি। ইমপ্যাক্ট প্লেয়ার হারপ্রীত সিং ভাটিয়া এবং জিতেশ শর্মা যথাক্রমে ১৩ ও ৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

শশাঙ্ক-আশুতোষের চেষ্টা ব্যর্থ

Ashutosh, ipl 2024

দ্রুত ৬ উইকেট হারানোর পর পাঞ্জাব কিংসের দায়িত্ব তুলে নেন শশাঙ্ক ও আশুতোষ। দুজনের ব্যাট থেকে দলের বেশিরভাগ রানটি আসে। ২৫ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শশাঙ্ক সিং এবং ২৮ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যার্থ হন আশুতোষ।

আরও পড়ুন | IPL 2024: মুহূর্তে হারের হতাশা ভুললেন শুভমান, গ্যালারির সুন্দরী মন কাড়লো গুজরাত অধিনায়কের, দেখুন ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *