বিমানেই অসুস্থ তারকা ওপেনার মায়াঙ্ক আগরওয়াল, ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হলো থানায় !! 1

জাতীয় দলের হয়ে একটা সময় নিয়মিত খেলেছেন মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। ২০১৯ ওডিআই বিশ্বকাপেও ভারতীয় দলের অংশ ছিলেন তিনি। আপাতত অবশ্য তিনি রয়েছেন টিম ইন্ডিয়ার বাইরে। ঘরোয়া ক্রিকেটেই নিজেকে নিয়োজিত করেছেন তিনি। কর্ণাটকের অধিনায়ক হিসেবে তাঁর পরিসংখ্যান ঈর্ষণীয়। সেই মায়াঙ্ককে (Mayank Agarwal) নিয়েই গতকাল থেকে সরগরম ভারতের ক্রিকেটমহল। ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির এলিট পর্বের গ্রুপ ম্যাচ ছিলো কর্ণাটকের। ম্যাচে ২৯ রানে জয় পায় কর্ণাটক। হাড্ডাহাড্ডি খেলায় চতুর্থ ইনিংসে ১৯৩ প্রয়োজন ছিলো ত্রিপুরার। ঋদ্ধিমান সাহা, সুদীপ চ্যাটার্জি, বিশাল ঘোষদের ইনিংস গুটিয়ে যায় ১৬৩ রানে। ম্যাচ জয়ের পর ঘরে ফেরার সময়ই বাঁধে বিপত্তি।

মায়াঙ্কের (Mayank Agarwal) অভিযোগ যে বিমানে তাঁর সিটে আগে থেকেই একটি পাউচ রাখা ছিলো। তিনি পানীয় জল ভেবে তার থেকে কিছুটা খেয়ে ফেলেন। খাওয়ার সঙ্গে সঙ্গেই অস্বস্তিবোধ করতে শুরু করেন তিনি। মুখের ভিতরে জ্বালা করতে থাকে তাঁর। কোনো কথাও বলতে পারছিলেন না আন্তর্জাতিক তারকা। ঘটনার গুরুত্ব বুঝে বিমান থেকে নামিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় আগরতলারই আইএলএস হাসপাতালে। গলা ফুলে গিয়েছিলো তাঁর, যন্ত্রণাও ছিলো। চিকিৎসার পর অবশ্য রাত্রিবেলা তাঁকে বিপন্মুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা। ‘পাউচ’ পর্ব অল্পে যে মিটবে না, তাও অবশ্য পরিষ্কার হয়ে গিয়েছেন গতকালই। ক্রিকেটারের তরফে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।

Read More: IND vs ENG: “সেরা সময় পেরিয়ে এসেছে রোহিত…” ভারতের পরাজয়ের দিনে কোহলির স্মৃতি হাতড়ালেন ইংল্যান্ড কিংবদন্তি !!

মায়াঙ্কের অসুস্থতায় সামনে ষড়যন্ত্র তত্ত্ব-

Mayank Agarwal | Image: Getty Images
Mayank Agarwal | Image: Getty Images

বিমানে অসুস্থ হয়ে পড়ার পিছনে কারও ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট তারকা। মায়াঙ্কের (Mayank Agarwal) ব্যক্তিগত সচিব থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারিন্টেনডেন্ট কিরণ কুমার (Kiran Kumar) সংবাদসংস্থা পি টি আই-কে জানিয়েছিলেন, “মায়াঙ্ক আগরওয়াল একজন আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়। এখন ওনার অবস্থা স্থিতিশীল। ওনার ম্যানেজার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় অভিযোগ জানিয়েছেন। তদন্ত করা হবে।” ত্রিপুরার স্বাস্থ্যসচিব কিরণ গিট্টে  (Kiran Gitte) জানান, “পুলিশ ওনাদের অভিযোগ নথিভুক্ত করেছে। আমরা তদন্ত করবো। ওনার (মায়াঙ্ক আগরওয়াল) ম্যানেজার জানিয়েছেন উনি বুধবার বেঙ্গালুরু ফিরবেন। এর মধ্যে আমরা ওনাকে আগরতলায় যতটা সম্ভব শ্রেষ্ঠ চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো।”

আইএলএস হাসপাতালের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজার মনোজ কুমার দেবনাথ জানিয়েছেন যে “ক্রিকেটতারকার মুখে খানিক জ্বালাভাব ছিলো। ঠোঁটও খানিক ফুলে গিয়েছিলো। হাসপাতালের এমার্জেন্সি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষানিরীক্ষার পর ওনাকে ভর্তি করার সিদ্ধান্ত নেন। এখন উনি স্থিতিশীল রয়েছেন, সর্বক্ষণ ওনাকে নজরে রাখা হচ্ছে।” শুক্রবার থেকে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে কর্ণাটক দলের। সেখানে মায়াঙ্ক (Mayank Agarwal) খেলতে পারবেন না বলেই জানা গিয়েছে। সেক্ষেত্রে কর্ণাটকের অধিনায়ক হিসেবে মাঠে নামতে দেখা যাবে নিকিন জোস’কে (Nikin Jose)।  এলিট পর্বের গ্রুপ-সি’তে আপাতত শীর্ষেই রয়েছে কর্ণাটক। ৪ ম্যাচ খেলে ২টি জয় ১টি হার ও ১টি ড্র-সহ তাদের পয়েন্ট সংখ্যা এখন ১৫। সমসংখ্যক পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে তামিলনাড়ূ।

মায়াঙ্ক আগরওয়ালের ক্রিকেট কেরিয়ার-

Mayank Agarwal | Image: Getty Images
Mayank Agarwal | Image: Getty Images

৩২ বর্ষীয় মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৮ ম্যাচে ৭৪৩০ রান করেছেন। শতরানের সংখ্যা ১৭টি, অর্ধশতক ৪০টি। ২০২২-২৩ মরসুমে রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে বিসিসিআই-এর থেকে সম্প্রতি পুরষ্কার পেয়েছেন কর্ণাটকের ক্রিকেটার। লিস্ট-এ ক্রিকেটে তিনি ১১৩ ম্যাচে করেছেন ৪৯৬৫ রান। রয়েছে ১৪টি শতরান ও ২৩টি অর্ধশতক। এছাড়াও টি-২০ ক্রিকেটে তিনি ২০০ ম্যাচে করেছেন ৪৬৭৪ রান। ২টি শতরান ও ২৭টি অর্ধশতক রয়েছে মায়াঙ্কের।

ভারতের হয়ে টেস্ট ও একদিনের ক্রিকেটে খেলেছেন তিনি। ২১ টেস্টে ৪১.৩৩ গড়ে করেছেন ১৪৮৮ রান। ৪টি শতরান ও ৬টি অর্ধশতরান রয়েছে তাঁর। ২০১৯-২০ মরসুমে পুরুষ ক্রিকেটারদের মধ্যে শ্রেষ্ঠ অভিষেককারী হিসেবে বোর্ডের থেকে সম্প্রতি পুরষ্কার জিতেছেন তিনি। পাঁচটি একদিনের ম্যাচে অবশ্য ৮৬ রানের বেশী করতে পারেন নি মায়াঙ্ক (Mayank Agarwal)।

Also Read: ১৮০ ডিগ্রী ঘুরে গেলো শুভমান-সারা’র সম্পর্ক, ফর্মের সাথে সাথে হাতছাড়া শচীন কন্যাও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *