বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট টিমের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসনে বেসরকারি হিসেবে বিজয়ী হয়েছেন। রবিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ তথ্য জানা গিয়েছে।
নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতীকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
বছরটা অনেকগুলো সাফল্য দিয়েই শেষ হয়েছে মাশরাফি বিন মর্তুজার। চলতি বছরের মতো ক্রিকেটাঙ্গনে বিচরণ শেষ হয়ে গেছে গত ২২ ডিসেম্বর। শুধু ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া মাশরাফি এবারই প্রথম রাজনীতির মাঠে নেমেছিলেন। ওয়ানডেতে যেমন অপ্রতিরোধ্যভাবে অপরিহার্য এ ক্রিকেটার নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, একইভাবে রাজনীতির মাঠেও হাঁকিয়েছেন ছক্কা।
এ বছর মাশরাফি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে সর্বাধিক ৭০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে রেকর্ড গড়েন। প্রথম বাংলাদেশী হিসেবে ২০০ ওয়ানডে খেলার মাইলফলকও পেরিয়েছেন। ২০০৬ সালে তিনি ওয়ানডে ক্রিকেটে ৪৯ উইকেট শিকার করে ছিলেন বিশ্বের মধ্যে সবার শীর্ষে।