বড়সড় রদবদল চেন্নাই সুপার কিংস শিবিরে, বাদ পড়তে চলেছেন ধোনি সহ একাধিক তারকা 1

অন্যান্য বছরের তুলনায় এই বছর যেন একেবারেই নিজেদের ফর্মের ধারেকাছে নেই চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। একের পর এক হার, লিগ তালিকায় একেবারে নীচে রয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে। এই অবস্থায় সমর্থক থেকে বিশেষজ্ঞরা মনে করছেন, বড়সড় রদবদল প্রয়োজন এই চেন্নাই সুপার কিংস দলে। আর এই নিয়ে এবার জরুরি আলোচনাও শুরু হয়েছে চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টে।

বড়সড় রদবদল চেন্নাই সুপার কিংস শিবিরে, বাদ পড়তে চলেছেন ধোনি সহ একাধিক তারকা 2

এই মুহুর্তে চেন্নাইয়ের জার্সিতে চুড়ান্ত ফ্লপ ভারতীয় ক্রিকেটার কেদার যাদব। একের পর এক ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিংয়ে অত্যন্ত বিশ্রী পারফর্মেন্স করে চলেছেন এই ব্যাটসম্যান। পাশাপাশি পীযুষ চাওলা, মুরলী বিজয়ের মত একাধিক বয়স্ক ক্রিকেটাররা নিজেদের চুড়ান্ত ফর্ম বহু আগে ফেলে এসেছেন। এদিকে একাধিক জুনিয়র ক্রিকেটার, যেমন মোনু কুমার, নারায়ণ জগদীশন, ঋতুরাজ গায়কোয়াড়ের মত তরুণ ক্রিকেটারদের সঠিক ভাবে সুযোগ দেওয়া হচ্ছে না। অথচ এই ফ্লপ বয়স্ক ক্রিকেটারদেরই সর্বক্ষণ সমর্থন করতে থাকেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যা পছন্দ হয়নি ম্যানেজমেন্টের।

বড়সড় রদবদল চেন্নাই সুপার কিংস শিবিরে, বাদ পড়তে চলেছেন ধোনি সহ একাধিক তারকা 3

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইনসাইট স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে চেন্নাই সুপার কিংসের এক আধিকারিক স্পষ্ট জানিয়ে দেন, বড়সড় রদবদল ঘটতে চলেছে চেন্নাই দলে। কয়েকদিন আগে ফ্র্যাঞ্চাইজির হেড কোচ স্টিফেন ফ্লেমিং দাবি করেছিলেন যে দলে যথেষ্ট ফাঁকফোঁকর নজরে এসেছে। আর এই নিয়েই এবার এগোতে চায় চেন্নাই ম্যানেজমেন্ট। যদিও চলতি আইপিএল ও আসন্ন আইপিএল এর মধ্যে সময় খুবই কম। সেই নিয়ে চেন্নাইয়ের ঐ আধিকারিক জানিয়েছেন, “দেখুন, স্টিফেন ফ্লেমিং যেভাবে বলেছেন, যে আমাদের দলের শক্তিতে এই বছর যথেষ্ট ফাঁক ফোঁকর নজরে এসেছে। তার জেরে এবার কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। একমাত্র সমস্যা হচ্ছে এই টুর্নামেন্ট এবং আগামী টুর্নামেন্টের মধ্যে খুবই কম সময়। কিন্তু সব মিলিয়ে আমরা সবাই অত্যন্ত অখুশি এবং মর্মাহত।”

বড়সড় রদবদল চেন্নাই সুপার কিংস শিবিরে, বাদ পড়তে চলেছেন ধোনি সহ একাধিক তারকা 4

কয়েকদিন আগে স্টিফেন ফ্লেমিং বলেছিলেন যে চেন্নাই সুপার কিংসের দলের সেই ক্ষমতা আর নেই। এই নিয়ে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ফ্লেমিং বলেছিলেন, “সত্যি বলতে গেলে, আইপিএল এর লিগ টেবিল দেখলে বোঝাই যায় যে এই চেন্নাই সুপার কিংস দলটি নিজেদের রস হারিয়ে ফেলেছে।”

বড়সড় রদবদল চেন্নাই সুপার কিংস শিবিরে, বাদ পড়তে চলেছেন ধোনি সহ একাধিক তারকা 5

তাহলে শেষ অবধি কারা বাদ যেতে পারেন আগামী মরশুমে। ম্যানেজমেন্টের অনেকেই চেয়েছিলেন আগামী মরশুমে মহেন্দ্র সিং ধোনিকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু আগামী মরশুমের ব্যবধানটি কম হওয়ায় আরও এক মরশুম ধোনিকে সুযোগ দিতে চান চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট। তবে বেশ কিছু ক্রিকেটার বাদ পড়তে চলেছেন তা বলাই যায়। কেদার যাদব এবং পীযুষ চাওলা অত্যন্ত হতশ্রী পারফর্মেন্স করছেন এবারের আইপিএল-এ। এছাড়া ইমরান তাহির সুযোগই পাচ্ছেন না প্রথম একাদশে। আর সবশেষে অম্বাতি রায়ডু রান করলেও সেই উদ্দীপনা আর নেই। ফলে এই ক্রিকেটারদের বাদ দিতে চলেছে চেন্নাই সুপার কিংস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *