ব্যক্তিগত শোকে পুনের এই ক্রিকেটার, কী হল জেনে নিন 1
মনোজ তিওয়ারি

ইন্দোরে হোলকার স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাইসিং পুনের ম্যাচে দারুণ খেলেছিলেন বাংলার মনোজ তিওয়ারি। মাত্র ২৩ বলে ৪০ রান করে বেশ প্রশংসা পেয়েছিলেন ঘরোয়া ক্রিকেটের এই তারকা ক্রিকেটার। গত ম্যাচে এই রকম প্রদর্শন করার পর কেন খেলানো হল না মঙ্গলবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে!

দিল্লির সঙ্গে খেলায় টস করতে নেমে সেই কথাই জানান, পুনের এদিনের অধিনায়ক অজিঙ্ক রাহানে। এদিন সকালেই মনোজ তিওয়ারি বাবার জীবনাবসান হওয়ায় তাঁকে বাড়ি ফিরতে হয়েছে। সেই কারণেই তিনি এই ম্যাচে খেলতে পারেননি। কিছুদিন আগেই দিল্লির তরুণ ক্রিকেটার রিষভ পান্থের বাবা গত হওয়ায় তাঁকে বাড়ি ফিরে যেতে হয়েছিল। কিন্তু নিজের পারিবারিক দায়িত্ব শেষ করেই দিল্লি শিবিরে ফিরেছিলেন তিনি। এরপর আরসিবির সঙ্গে ম্যাচে দারুণ প্রদর্শন করেন। মাত্র ১৯ বছরে বয়সে এই পেশাদারিত্ব ও দায়িত্ববোধ দেখে অনেকেই তাঁকে প্রশংসিত করেন।

পিতৃহারা রিষভ পান্থকে ছাড়ল দিল্লি, পরবর্তীকালে কি করলেন এই তরুণ ক্রিকেটার

মনোজ কবে ফিরবে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে পুনের এখন যা অবস্থা তাতে মনোজের মত একজন ব্যাটসম্যানের খুবই প্রয়োজন দলে। এদিন বাংলার অধিনায়ক দলে না থাকায়, স্থানীয় ক্রিকেটার রাহুল ত্রিপাঠির অভিষেক হয় আইপিএলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *