মাজানসি সুপার লিগ ২০১৮: মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শট খেললেন রশিদ খান 1

কিছুদিন আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের বর্তমান তারকা ক্রিকেটারের তালিকায় সবার উপরে রয়েছেন রশিদ খান। সাদা বলের ক্রিকেটে সারা বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের খাবি খাওয়ানোতে ওস্তাদ রশিদ খান বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলোতেও পাচ্ছেন চড়া মূল্য।

মাজানসি সুপার লিগ ২০১৮: মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শট খেললেন রশিদ খান 2
Getty Images

ব্যাট হাতে খুব বেশি ঔজ্জ্বল্য দেখাতে না পারলেও বল হাতে সারা বিশ্ব মাতিয়ে রাখছেন এই ডানহাতি। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ সহ ক্রিকেটের সর্বশেষ সংযোজন টি-১০ লিগেও সমানতালে আলো ছড়াচ্ছেন তিনি। অন্যদিকে শুধু ঘরোয়া আসর নয় আফগানদের ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ কিংবা এশিয়া কাপের গত আসরে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বের। শুধু কী তাই, আইসিসি বোলার র‍্যাঙ্কিংয়ের দিক থেকেও নিজেকে সেরা প্রমাণ করেছেন এই আফগান। একদিনের ফরম্যাটে বোলারদের তালিকায় রশিদ অবস্থান করছেন দুইয়ে এবং টি-২০তে তাঁর অবস্থান সবার উপরে।

মাজানসি সুপার লিগ ২০১৮: মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শট খেললেন রশিদ খান 3

বিভিন্ন দেশে চলা ঘরোয়া আসরগুলোতে সাধারণত বেছে নেয়া হয়ে থাকে বিশ্বের সব তারকা ক্রিকেটারদের। এরই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-২০ আসর ‘মাজানসি সুপার লিগে’ ডারবান হিটসে জায়গা হয় তরুণ রশিদ খানের।

ঘরোয়া এসব লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলে বিশেষ দক্ষতা অর্জন করা রশিদ ‘মাজানসি সুপার লিগ ২০১৮’তে এবার খেললেন টিম ইন্ডিয়ার সাবেক কাপ্তান মহেন্দ্র সিং ধোনির ‘হেলিকপ্টার শট’। তবে এবারই প্রথম নয়। টি-১০ লিগে পাকিস্তানের মোহাম্মদ ইরফানের বলে এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচে এর আগেও ধোনির সেই হেলিকপ্টার শট খেলে বল মাঠের বাইরে পাঠিয়েছিলেন তিনি।

মাজানসি সুপার লিগ ২০১৮: মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শট খেললেন রশিদ খান 4

দক্ষিণ আফ্রিকান ঘরোয়া এই আসরে ‘ডারবান হিটস’ এর হয়ে প্রতিনিধিত্ব করা এই স্পিনার বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে লুথো সিপামালার বলে একটি দুর্দান্ত ওভার বাউন্ডারি হাঁকান। ফুল লেন্থের এই ডেলিভারিতে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারেন রশিদ। যেখানে স্পষ্ট ছিল মহেন্দ্র সিং ধোনির সেই পরিচিত ‘হেলিকপ্টার শটের’।

এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন টিশেয়ান স্পার্টান্স প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ভিলিয়ার্সের ৯৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান সংগ্রহ করে। ডারবানের পক্ষে চার ওভার বল করে ২৫ রান খরচায় ২ উইকেট নেন আফগান বোলার রশিদ খান।

দেখে নিন সেই ভিডিও 

জবাবে ডারবান ব্যাট করতে নেমে শুরুর দিকে টপ অর্ডার ব্যাটসম্যানদের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে। সেই চাপ থেকে দলকে টেনে তোলেন অ্যালবি মরকেল। মরকেলের ১০০ এবং লোয়ার অর্ডারের ব্যাট করতে নামা কেশব মহারাজের ১৩ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস দলকে নিয়ে যায় জয়ের দ্বারপ্রান্তে। পরবর্তিতে রশিদের ব্যাটিং দৃঢ়তায় দক্ষ হাতের ওভার বাউন্ডারিতে এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে ডারবান।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *