জম্মু কাশ্মীরে ক্রিকেট এ্যকাডেমি খুলতে চলেছে মহেন্দ্র সিং ধোনি ! 1

জম্মু কাশ্মীরে নিজের ক্রিকেট এ্যকাডেমি খোলার চিন্তা ভাবনা করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। রাজ‍্যের ক্রিকেট প্রতিভাদের তুলে আনতে এমন পরিকল্পনা মাহির। গড়ে তুলতে চান বিশ্বমানের ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র।

যদিও বিষয়টি এই মুহূর্তে বাস্তবায়িত করা সম্ভব হয়ে উঠছে না, তার অন‍্যতম কারণ ৩৭০ কে কেন্দ্র করে তৈরি হওয়া কাশ্মীরের বর্তমান সমস্যার দরুন। সমস্যা মিটলেই কাজ শুরু করবেন ধোনি নিজের প্রশিক্ষণ কেন্দ্রের।জানা গিয়েছে ইতিমধ্যে জম্মু কাশ্মীরের ক্রীড়া মন্ত্রীর সাথে মিটিং করার ডেট ফিক্স করেছেন মাহি।

জম্মু কাশ্মীরে ক্রিকেট এ্যকাডেমি খুলতে চলেছে মহেন্দ্র সিং ধোনি ! 2

সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে কাশ্মীরের তরুণ ক্রিকেট প্রতিভাদের দিশা দেখানোর পরিকল্পনা নিয়েছেন মাহি।এবং তাদের ট্রেনিং দিয়ে তৈরি করতে চান।শোনা যাচ্ছে এক্ষেত্রে কোনও রকম টাকা পয়সা নেওয়া হবে না শিক্ষার্থীদের কাছ থেকে।শোনা যাচ্ছে কাশ্মীরের ক্রীড়া মন্ত্রীকে এবিষয়ে সরাসরি নিজের মনের কথা জানাতে চান তিনি।তাই মনে করা হচ্ছে চলতি কাশ্মীর সমস্যা মিটে যাওয়ার পর তিনি এবিষয়ে সরাসরি কথা বলতে চলেছেন কাশ্মীরের ক্রীড়া মন্ত্রীর সাথে।

শোনা যাচ্ছে আগামী ১৫ ই আগষ্ট ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লেহ তে দেশের পতাকা উত্তোলন করতে চলেছেন মাহি। এইমুহূর্তে কাশ্মীরের দক্ষিণে ১০৬ টি এ ব‍্যাটিলিয়ন (প‍্যারা) এর সাথে রয়েছেন ধোনি।

গত ৩১ শে জুলাই, ব‍্যাটিলিয়নে যোগদান করেন তিনি।ডিফেন্স সূত্রে পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে লেহ তে পৌছে গেছেন ধোনি।

জম্মু কাশ্মীরে ক্রিকেট এ্যকাডেমি খুলতে চলেছে মহেন্দ্র সিং ধোনি ! 3

ক্রিকেট থেকে আপাতত খানিকটা দুরে রয়েছে ধোনি। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। বিশ্বকাপের থেকে ভারত ছিটকে যাওয়ার পর মাহি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে দু মাসের জন্য ক্রিকেট থেকে মাস দুয়েক দুরে থাকার ইচ্ছে প্রকাশ করেন। এইসময় নিজের দেশকে সেবা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

লেহ তে ধোনির পতাকা উত্তোলনের খবর প্রকাশ‍্যে এলেও ঠিক কোথায় তিনি এমনটা করতে চলেছেন সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।২০১১ এর বিশ্বকাপের পরই ভারতীয় আর্মির তরফে ধোনিকে দেওয়া হয় লেফটেন্যান্ট কর্নেলের সান্মানিক পদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *