Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse

এই মুহূর্তে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্স করে দূর্দান্ত গতিতে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। এই প্রতিযোগিতার পর কোহলি, ধোনিরা দেশে ফিরলে ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য বেশ কয়েক’টি বড় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ঝাঁপিয়ে পড়বে। সেই বড় কয়েক’টি সিদ্ধান্তের মধ্যে একটি হল টিম ইন্ডিয়ার নতুন কোচ নির্বাচনের বিষয়টি। এই মুহূর্তে ভারতীয় দলের কোচের ভূমিকায় রয়েছেন অনিল কুম্বলে। তাঁর সঙ্গে বোর্ডের এক বছরের চুক্তির মেয়াধ শেষ হচ্ছে জুনের ৩০ তারিখে। এই মুহূর্তে বোর্ডের মাথায় সবচেয়ে বড় চিন্তা, কুম্বলের মেয়াধ শেষে তারা কাকে কোহলিদের নতুন কোচ হিসেবে নিয়োগ করবেন, যাতে সাপও মরে লাঠি না ভাঙে।

বিগত সপ্তাহে ভারতীয় ক্রিকেট আঙিনায় সব চাইতে আলোচিত বিষয়টি ছিল টিম ইন্ডিয়ার কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহলির মধ্যে বিবাদ। এর ফলে বোর্ডের সঙ্গে কোচ হিসেবে কুম্বলের পরবর্তী চুক্তির সম্ভাবনা শেষ হওয়ার পাশাপাশি পরিস্কার হয়ে যায় নতুন কোচ নিয়োগের বিষয়টিও। ২০১৬ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণ সমৃদ্ধ বোর্ডের উপদেষ্টা কমিটির কাঁধে ফের চলে আসবে টিম ইন্ডিয়ার নতুন কোচ বাছার গুরু দায়িত্বটি। বোর্ডের নিয়ম অনুযায়ী নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে এ পর্যন্ত ওই পদের জন্য আবেদন করা প্রার্থীদের পাশাপাশি বর্তমান কোচও সমানভাবে উপদেষ্টা কমিটির সামনে নিজেকে তুলে ধরার সুযোগ পাবেন। এবার দেখে নেওয়া যাক, কুম্বলে সহ পাঁচটি কোচ যাঁরা আগামীদিনে কোহলি, ধোনিদের কোচিং করানোর জন্য বোর্ডের কাছে আবেদনপত্র পাঠিয়েছেন।

Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse
SHARE

আরও পড়ুন

ভারত বনাম অস্ট্রেলিয়া: বক্সিং ডে টেস্টের জন্য রিকি পন্টিং লোকেশ রাহুল-মুরলী বিজয়ের জায়গায় এই ২ খেলোয়াড়কে দিয়ে ইনিংস শুরুয়াত করার দিলেন পরামর্শ

ভারত বনাম অস্ট্রেলিয়া: বক্সিং ডে টেস্টের জন্য রিকি পন্টিং লোকেশ রাহুল-মুরলী বিজয়ের জায়গায় এই ২ খেলোয়াড়কে দিয়ে ইনিংস শুরুয়াত করার দিলেন পরামর্শ
অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ অ্যাডিলেডে খেলা হয় যার পর দ্বিতীয় টেস্ট ম্যাচ...

স্ট্যাটস: ভারত বনাম অস্ট্রেলিয়া: পার্থ টেস্টের তৃতীয় দিন হল বেশ কিছু রেকর্ড, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন বিরাট

স্ট্যাটস: ভারত বনাম অস্ট্রেলিয়া: পার্থ টেস্টের তৃতীয় দিন হল বেশ কিছু রেকর্ড, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন বিরাটস্ট্যাটস: ভারত বনাম অস্ট্রেলিয়া: পার্থ টেস্টের তৃতীয় দিন হল বেশ কিছু রেকর্ড, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন বিরাট
অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে চলতি ৪ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ পার্থে খেলা হচ্ছে। পার্থ টেস্ট...

ভারত বনাম অস্ট্রেলিয়া –ভিডিয়ো: হ্যাণ্ডসকম্ব করেছিলেন বিরাটের সঙ্গে বেইমানি, ইশান্তও ঠিক এইভাবে নিলেন অধিনায়কের বদলা

অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে চলতি গাভাস্কার-বর্ডার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ পার্থে খেলা হচ্ছে। ৪ ম্যাচের এই টেস্ট...

সাক্ষী ধোনিকে বললেন, এই স্যাণ্ডেল কিনলে তুমিই এর ফিতে বাঁধবে, ধোনি জিতলেন হৃদয়

ভারতীয় দলের প্রাক্তণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ পড়েছিলেন। টেস্ট তিনি খেলেন...

ভারতের হার কাছে দেখে বিরাট কোহলি ভারতীয় সমর্থকদের সাহায্যে চাললেন এই চাল আর পেয়ে গেলেন ৪ উইকেট

ভারতের হার কাছে দেখে বিরাট কোহলি ভারতীয় সমর্থকদের সাহায্যে চাললেন এই চাল আর পেয়ে গেলেন ৪ উইকেট
ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে এই মুহুর্তে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা চলছে। এই সময় বিরাট কোহলি আরো...