শিখর ধাওয়ানকে আর আন্তর্জাতিক ক্রিকেটর ময়দানে এই ভুমিকায় দেখা যাবে না 1

হাঁ, ঠিকই দেখেছেন। আর আন্তর্জাতিক ক্রিকেটর ময়দানে দেখা যাবে না ভারতের এই বা হাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে। তবে অবাক হবার কিছুই নেই, ম্যাচ থেকে না, বল হাতে দেখা যাবে না ধাওয়ানকে

Image result for dhawan bowling

সবাই এই রকমই অবাক হয়ে গেছিলেন যখন শিখর ধাওয়ান নিজের অবসর নিয়ে সাংবাদিক বৈঠকে মজা করেছিলেন।

এই বছরের শুরু তে শ্রীলঙ্কার সাথে টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ধাওয়ান সাংবাদিক বৈঠকে এসে বলেছিলেন,

“আমি আজ সকলের সামনে সব কিছু পরিস্কার করে দিতে চাই, আমি  অবসর  (একটু থেমে গিয়ে)……… আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের বোলিং থেকে অবসর নিতে  চলেছি ।”

বিস্মিত হয়ে যাওয়া ভারতীয় সমর্থকরা, ধাওয়ানের বক্তব্য শেষ হতে যেন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল।

আরও পড়ুন – ভারতীয় দলের যে পাঁচ ব্যাটসম্যানের জায়গা নড়বড়ে করে দিলেন কেএল রাহুল

বর্তমানে, শিখর ধাওয়ান হাতের চোট এর কারনে টিম থেকে বাইরে, আমরা ধাওয়ানের দ্রুত আরজ্ঞ কামনা করি। আশা করি যেন খুব দ্রুত ব্যাট হাতে ভারতীয় টীমে ফিরে আসবেন।

এই প্রতিবেদনটি ইংলিশে দেখার জন্য এখানে ক্লিক করুন 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *