প্রয়াত তারকা ক্রিকেটার, বিশ্বক্রিকেটে শোকের ছায়া! 1
cricket bat ball rip

অসময়ে চলে গেলেন প্রাক্তন পাকিস্তানি স্পিনার আব্দুল কাদির। তার হঠাৎ প্রয়ানে শোকগ্রস্ত গোটা ক্রিকেট জগৎ। শুক্রবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এই প্রাক্তন পাক ক্রিকেটার।মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৬৩। সূত্রের খবর অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় লাহোরের সার্ভিসেস হাসপাতালে।কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে গেছে।

প্রয়াত তারকা ক্রিকেটার, বিশ্বক্রিকেটে শোকের ছায়া! 2

রেখে গেলেন পত্নী এবং চার পুত্র ও কন‍্যাকে। তার চার পুত্র রেহমান,ইমরান, সুলেমান,উসমান প্রত‍্যেকেই পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ফাস্ট ক্লাস ক্রিকেটে। বছর ২৬ এর উসমান বিগ ব‍্যাশে পার্থ স্কচার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর কন‍্যা নুর আমনা হলেন পাকিস্তানের ক্রিকেটার উমর আকমালের স্ত্রী।

১৯৭৭ থেকে ১৯৯৩ অবধি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কাদির।৭৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার।পরবর্তী সময়ে ১৯৮৩ সালের জুন মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার ।খেলেছেন ৬৭ টি টেস্ট এবং ১০৪ টি ওয়ানডে।তার বোলিং বৈচিত্র্যে মোহিত ছিলেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।তার স্পিনের কাছে পরাস্ত হয়েছেন তৎকালীন বিশ্বের তাবড় তাবড় ব‍্যাটসম‍্যান।সেই সময় শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার সাফলতা এখনো ঘুরেফেরে মানুষের মনে। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে তার নেওয়া ৩০ উইকেট এখনো ঘুরেফেরে ক্রিকেট প্রেমী মানুষদের মনে।

প্রয়াত তারকা ক্রিকেটার, বিশ্বক্রিকেটে শোকের ছায়া! 3

দেশের হয়ে দুটো বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছিলেন কাদির।১৯৮৩ এবং ১৯৮৭।ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাকে দেখা গেছে পাকিস্তান ক্রিকেট দলের মুখ‍্য নির্বাচকের ভূমিকায় এবং ধারাভাষ্যকার হিসেবে। তাঁর আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পাকিস্তান ক্রিকেট পরিবার। টুইট করে প্রয়াত ক্রিকেটারের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *