Use your ← → (arrow) keys to browse
আইপিএলের জন্মলগ্ন থেকে কলকাতা নাইট রাইডার্স এই বিলাসবহুল লিগের এক অন্যতম জনপ্রিয় দল। ফ্রাঞ্চাইজি মালিক শাহরুখ খান ও ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য এই দলের ব্রান্ড ভ্যালু অন্যদের তুলনায় অনেকটাই বেশি ছিল। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমেই ব্রান্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, শোয়েব আখতার, ব্রেট লি-দের নিয়ে এক চমকপ্রদ দল ছিল কেকেআর।
আইপিএলের ইতিহাসে আরসিবির বিরুদ্ধে ম্যাককালামের অপরাজিত ১৫৮ রান আজও এক অনন্য ইনিংস। তবে দিন বদলের সঙ্গে সঙ্গে কেকেআরও অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছে। ঘরোয়া ও বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে অনেক কমই এখন কেকেআরে আছেন। এই অবস্থায় দাঁড়িয়ে স্পোর্টসউইকি মূল্যায়ন করল কেকেআরের সেরা একাদশ। দেখে নেওয়া যাক কেমন হল সেই স্বপ্নের দল।
Use your ← → (arrow) keys to browse