সৌরভের থেকেও বেশি আগ্রাসী কোহলি! 1

কলকাতা, ১৫ ডিসেম্বর: মাঠের মধ্যে আগ্রাসনের জন্য বিখ্যাত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৪ বছর আগে ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে সৌরভের সেই উদ্দাম উচ্ছ্বাস প্রকাশ ক্রিকেট ইতিহাসে হয়ে রয়েছে আগ্রাসনের প্রতীকি। অনেকেই বলেন, ভারতীয় ক্রিকেট দলের ‘প্রতিপক্ষকে এক বিন্দু জায়গা না ছাড়া’র যে মানসিকতা, এটির আমদানি এই বাঙালি অধিনায়কের সময়ই। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়কদের একজন সৌরভ অবশ্য মনে করেন আগ্রাসনে বিরাট কোহলি তাঁকে পেছনেই ফেলে দিয়েছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, “আমি আর কী এমন আগ্রাসী ছিলাম। কোহলির আগ্রাসন আমার দুই গুণ বেশি। ও বিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়ে না।”

কোহলি টেস্ট অধিনায়ক হিসেবেও সাফল্যের পথে হাঁটছেন। মুম্বই টেস্ট জিতে টানা পাঁচ টেস্ট জয়ের রেকর্ডটা তাঁকে সফল অধিনায়কত্বের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ৫ টেস্ট সিরিজে, শেষ টেস্ট বাকি থাকতেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় কোহলির মুকুটে নয়া পালক যোগ করে দিয়েছে। এই মুহূর্তে যেখানেই হাত দিচ্ছেন, সেখানেই সফল্যের মুখ দেখছেন অধিনায়ক বিরাট। সিরিজের চতুর্থ টেস্টে মুম্বইয়ে ডাবল সেঞ্চুরি হাঁকান বিরাট। সৌরভের কাছে সেই ইনিংস মহামূল্যবান। কারণ, মুম্বই টেস্ট জিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলা টেস্ট সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া।

সৌরভ এই মুহূর্তে প্রশাসক হিসেবে ক্রিকেট উন্নয়নে কাজ করছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে বাংলার ক্রিকেটের ভিত মজবুত করাই লক্ষ্য তাঁর। তিনি এখন তাঁর নিজের রাজ্যের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

সৌরভ জানিয়েছেন, এই লক্ষ্যে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শতাধিক কোচ নিয়োগ করবে সিএবি। প্রতিভাবান অথচ দরিদ্র ক্রিকেটারদের জন্য থাকছে সিএবির বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা। এই বিষয়ে সৌরভ বলেন, “মোট ১০০ থেকে ১৫০ জন কোচ আমরা নিয়োগ করব। বিভিন্ন স্কুল আমাদের সঙ্গে যুক্ত হবে। যে সব ক্রিকেটাররা দারিদ্র্যের মধ্যে রয়েছে, তাদের সাহায্য করা হবে।”

এই মুহূর্তে ছন্দে রয়েছে ভারতীয় দল। আইসিসি’র তালিকায় বিরাটের দল এখন শীর্ষস্থানে রয়েছে। তবে এখনই এই দলকে সর্বকালের সেরা ভারতীয় দল বলতে নারাজ। সৌরভ বলেন, “এই প্রশ্নের উত্তর দিতে আরও দুটি বছর সময় দরকার। তবে ব্যক্তিগতভাবে আমি কোন দলের সঙ্গে অন্য কোন দলের তুলনা চাই না।”

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *