জাভেদ মিয়াঁদাদের ২৬ বছরের পুরানো রেকর্ড ভাঙার মুখে কোহলির ! 1

বছর ছাব্বিশ আগে এই রেকর্ড গড়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। এইবার সেই রেকর্ড গড়ার দোরগোড়ায় দাড়িয়ে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর মাত্র ১৯ রান করলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব‍্যক্তিগত ভাবে সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা পাবেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ ইনিংসে মিয়াদাঁদের রান ছিলো ১৯৩০ ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনো অবধি ৩৩ ইনিংসে কোহলির স্কোর ১৯১২ রান।তাই আর ১৯ রান হলেই মিয়াঁদাদকে টপকে যাবেন বিরাট। এক্ষেত্রে পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটারের থেকে ৩০ ইনিংসে কমে এই রেকর্ড গড়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি।

জাভেদ মিয়াঁদাদের ২৬ বছরের পুরানো রেকর্ড ভাঙার মুখে কোহলির ! 2

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম‍্যাচে ব‍্যাটিং করার সুযোগ পাননি কোহলি।গুয়ানাতে অনুষ্ঠিত সেই ম‍্যাচ ভেস্তে গেছে বৃষ্টির জন্য।মাত্র ১৩ ওভার খেলা হওয়া সেই ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিলো ৫৪ – ১ । ইতিমধ্যে ৩ – ০ টি টোয়েন্টি সিরিজ পকেটস্থ করেছে ভারত। শেষ ম‍্যাচে ৫৯ রান করেছিলেন

জাভেদ মিয়াঁদাদের ২৬ বছরের পুরানো রেকর্ড ভাঙার মুখে কোহলির ! 3

বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। করেছিলেন ৪৪৩ রান নয় ইনিংসে। যদিও সেমিফাইনালে বিশেষ কিছু করে উঠতে পারেন নি তিনি। আগামী ১১ ই আগষ্ট ত্রিনিদাদে পরবর্তী একদিবসীয় ম‍্যাচে নামতে চলেছে ভারত।

অন‍্যদিকে ইতিমধ্যে সমস্যা মিটেছে রোহিত – কোহলির এমনটাই মনে করা হচ্ছে।চলতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি ম‍্যাচে দেখা গেছিলো শর্মা – কোহলির যুগলবন্দী। ম‍্যাচে ১ – ০ এর লিড নিয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিলো ভারত।গত ৩ রা আগষ্ট বিরাটরা এই একই মাঠে হারিয়ে দিয়েছিলো পোলার্ডদের । আজ ফের জয়ের মধ্যে দিয়ে টি টোয়েন্টি সিরিজ পকেটস্থ করেছিলো তারা।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে টসে জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি প্রথমে ব‍্যাটিং করার সিদ্ধান্ত নেয়।ওপেন করতে নেমে রোহিত – ধাওয়ান জুটি করে ৬৭ রান। এরপর ২৩ রানে ধাওয়ান আউট হলে রোহিতকে সঙ্গত দেয় বিরাট।

জাভেদ মিয়াঁদাদের ২৬ বছরের পুরানো রেকর্ড ভাঙার মুখে কোহলির ! 4

দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৪৮ রান। এই জয়ের সুবাদে টি টোয়েন্টি সিরিজ পকেটস্থ করে ভারত। ম‍্যাচে রেকর্ড গড়েছিলেন কোহলি – রোহিত। টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখন সবচেয়ে বেশী ছয় মারার রেকর্ড টি রয়েছে রোহিতের দখলে, এক্ষেত্রে তিনি টপকে গেলেন ক্রিস গেইল কে। রোহিতের ছয়ের সংখ্যা ১০৭ , অন‍্যদিকে গেইলের ১০৫ । অন‍্যদিকে ভারতের সর্বোচ্চ টি টোয়েন্টি রান সংগ্রাহকের তকমাটি এখন বিরাটের জুটিতে। এদিনের এই ইনিংসের পর তার রান সংখ্যা দাড়ালো ৮,৪১৬ ।এক্ষেত্রে তিনি টপকে গেলেন সুরেশ রায়নাকে।রায়নার রান সংখ্যা ছিলো ৮,৩৯২ রান ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *