গত দুই ম্যাচ কলকাতা দলের প্রথম এগারোতে দেখা যায়নি কুলদীপ যাদবকে। ভারতের এই তারকা “চাইনাম্যান” চলতি আইপিএলের শুরু থেকেই ছন্দহীন। এখনও অবধি তেমন ভাবে নিজেকে মেলে ধরতে ব্যার্থ তিনি। ব্যাটসম্যানদের বিরুদ্ধে ভয়ংকর না হয়ে ওঠার দরুন তাই স্বাভাবিক ভাবেই দলে জায়গা হয়ে উঠছে না তার।সম্প্রতি তার দলে জায়গা না পাওয়ার কারন ব্যাক্ষা করলেন নাইট কোচ জাক কালিস।সামনে বিশ্বকাপ, তাই এমন একটি সময় কুলদীপ কে দলের বাইরে তীব্র সমালোচনা করা হচ্ছে কলকাতার টিম ম্যানেজমেন্টের। এমনকি প্রশ্নের মুখে পড়তে হয়েছে অধিনায়ক দিনেশ কে ঠিক। এইবার তার দলের বাইরে থাকার কারন ব্যাক্ষা করলেন কালিস। জানিয়েছেন গত দুই ম্যাচ কলকাতার পিচ ততটা স্পিন সহায়ক ছিলো না, তাই দলের বাইরে ছিলো কুলদীপ।
এদিন কুলদীপ কে দলে না রাখার জন্য যে সমালোচনা শুরু হয়েছিল তার জবাব দিয়েছে কালিস।জানিয়েছেন এই মরশুম যাদবের খারাপ কাটলেও, এই খারাপের মাঝে অনেক কিছু শিখছে সে। আর বিশ্বকাপ প্রসঙ্গ ওঠাতে তিনি বলেন ৫০ ওভারের খেলার সাথে ২০ ওভারের খেলার কোনও তুলনা টানা ঠিক না। অর্থাৎ কুলদীপের প্রথম এগারোয় না থাকা তার বিশ্বকাপের পারফরম্যান্স এর ক্ষেত্রে কোনও বাধা সৃষ্টি করবেন না বলেই মনে করেন তিনি। যদিও নিজেকে ফের ছন্দে ফেরাতে এখন নেটে নিরলস পরিশ্রম করছেন যাদব এখন এমনটাই শোনা যাচ্ছে। বিশ্বকাপে তার ছন্দে ফেরার বিষয়ে একশো শতাংশ আশাবাদী কালিস।
প্রসঙ্গত, এখনও অবধি নয় ম্যাচ খেলেছে কুলদীপ কলকাতার হয়ে। এখনও অবধি ৪ উইকেট নিয়েছেন তিনি।এদিকে কলকাতার এখনও বাকি দুই ম্যাচ, এখনও অবধি ১২ ম্যাচ খেলে কলকাতার ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট।প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে এখন বাকী দুই ম্যাচ জিততে হবে কলকাতার।বাকী দুই ম্যাচে কলকাতার দলে ফেরে কি না কুলদীপ এখন সেইটাই দেখার।