রঞ্জিতে ফিরতে চলেছেন রাহুল ও ভুবি 1
কে এল রাহুল

ভারতীয় দলের ব্যাটসম্যান কে এল রাহুল ও পেসার ভুবনেশ্বর কুমার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন আগামী ১৩ই নভেম্বর থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফি ২০১৬/১৭-র ষষ্ঠ রাউন্ড থেকে। কে এল রাহুল ও ভুবনেশ্বর কুমার তাঁদের নিজেদের রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে ১৩ই নভেম্বর থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফি ২০১৬/১৭-র ষষ্ঠ রাউন্ড-এ। ভাইজাকে কর্ণাটকের হয়ে রাহুল নামবেন রাজস্থানের বিরুদ্ধে যেখানে মাইসোরে উত্তর প্রদেশের হয়ে বোলিং-এ নেতৃত্ব দেবেন ভুবি।

ঘরের মাঠে গত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোটগ্রস্ত হন ভারতের এই দুই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হন রাহুল। এই চোটের ফলে টেস্ট সিরিজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে যান। তা ছাড়া এক দিনের সিরিজেও তিনি নির্বাচিত হওয়ার অবস্থায় ছিলেন না। বাকি দুই টেস্টের জন্য রাহুলের পরিবর্তে গৌতম গম্ভীর দলে স্থান পান।

অন্যদিকে পিঠের চোটের কারণে তৃতীয় টেস্ট ও পুরো এক দিনের সিরিজ থেকে ছিটকে যান ভুবনেশ্বর কুমার। তৃতীয় টেস্টের জন্য ভুবনেশ্বরের পরিবর্তে ভারতীয় দলে স্থান পান শার্দুল ঠাকুর।

বর্তমানে উভয় ক্রিকেটারই ফিট হয়ে মাঠে নামতে প্রস্তুত। রঞ্জিতে ভাল পারফর্ম করতে পারলে উভয় ক্রিকেটারেরই সুযোগ আছে ঘরের মাঠে চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট থেকে ভারতীয় দলে স্থান করে নেওয়ার।

অন্যদিকে ভারতীয় দলের অন্যতম নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানও ফিট হয়ে উঠেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোট পাওয়ায় বাকি টেস্ট ও এক দিনের সিরিজ থেকে ছিটকে যেতে হয় এই বাঁ-হাতি ব্যাটসম্যানকে। তবে রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডে তাঁর দল দিল্লির ম্যাচ না থাকায় তাঁকে অপেক্ষা করতে হবে সপ্তম রাউন্ড শুরু হওয়া পর্যন্ত।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *