গোবিন্দার জামাইয়ের ওপর ক্ষোভ প্রকাশ করলেন শাহরুখ খান, এক ঝটকায় KKR'এর অধিনায়কত্ব নিলেন কেড়ে !! 1

KKR: আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে আইপিএল ২০২৪ (IPL 2024) নিলাম। গত ২৬ নভেম্বর আইপিএলের রিটেনশন লিস্ট প্রকাশিত হয়েছে। আর এই লিগে সবথেকে বেশি প্লেয়ারদের মুক্তি দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবার কলকাতা দলের মেন্টর করা হয়েছে প্রাক্তন কলকাতা দলের ক্যাপ্টেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গতবছর গোবিন্দার জামাই নীতিশ রানাকে (Nitish Rana) ক্যাপ্টেন করা হয়। গত সিজিনে টুর্নামেন্টের আগেই দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন টুর্নামেন্ট থেকে। যে কারণেই বাঁকি টুর্নামেন্ট-এর জন্য দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছিল নীতিশ রানাকে (Nitish Rana)।

Read More: IPL 2024: “গাধা পিটিয়ে ঘোড়া হয় না…” রাসেল ও নারিনকে রিটেন করার পর KKR ম্যানেজমেন্টকে পড়তে হলো ট্রোলের মুখে !!

গোবিন্দার জামাই হলেন রানা

Govinda and Nitish Rana
Govinda and Nitish Rana | Image: Twitter

নীতীশ রানা (Nitish Rana) হলেন অভিনেতা গোবিন্দের আত্মীয়। আসলে বলিউড সম্পর্কের দিক থেকে অভিনেতা গোবিন্দার জামাই হলেন রানা। গোবিন্দার ভাগ্না কৃষ্ণা অভিষেক যখন কপিল শর্মা শোতে পৌঁছেছিলেন তখন এটি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে নীতীশ হলেন তার শ্যালক, কারণ দিল্লির এই খেলোয়াড়ের স্ত্রী সাঁচি মারওয়াহ তাঁর খুড়তুতো দাদা।

অভিনেতা কৃষ্ণা সম্পর্কের মধ্যে গোবিন্দের ভাগ্নে, সেই সূত্রে সাঁচি মারওয়াহ হলেন গোবিন্দের ভাগ্নি এবং নীতীশ তাঁর জামাই। রানা দিল্লি দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন, এবং বহু বছর ধরে কেকেআর দলের সঙ্গে যুক্ত আছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরেই শুরু হয়েছিল তার আইপিএল (IPL) ক্যারিয়ার। তবে পরে KKR’দলে সুযোগ দেওয়া হয় রানাকে। দলে অভিজ্ঞ প্লেয়ার থাকা সত্তেও দলের দায়িত্ব দেওয়া হয় রানাকেই।

নতুন ক্যাপ্টেনের নাম হলো খোলসা

গত আইপিএলে ১৪ ম্যাচে ৪১৩ রান করেন নীতিশ। স্ট্রাইক রেট ১৪০-এর বেশী। করেছেন ৩টি অর্ধশতক’ও। তবে রানার থেকে ছিনিয়ে নেওয়া হলো দায়িত্ব। কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বৃহস্পতিবার ঘোষণা করে দিলেন ক্যাপ্টেনের নাম।শ্রেয়াস আইয়ারকেই (Shreyas Iyer) কেকেআর-এর ক্যাপ্টেন হিসাবে ফিরিয়ে নেওয়া হয়েছে। গতবার ক্যাপ্টেনের দায়িত্ব সামলানো নীতীশ রানাকে সহ-অধিনায়ক করা হয়েছে। গৌতম গম্ভীর একটি টুইটের মাধ্যমে বিষয়টির বিশ্লেষণ করেন।

Read More: SA vs IND: জোহানেসবার্গে সূর্যকুমার সুনামি, ৮ ছক্কায় নজির গড়লেন মিস্টার ৩৬০ ডিগ্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *