কেকেআর ও রাইসিং পুনের টান টান ম্যাচে কী হতে পারে ফলাফল জেনে নিন 1

আজ পুনের মাঠে এক দারুণ ক্রিকেট লক্ষ্য করবে দর্শকরা । এমন দুটি দল আজ মাঠে নামতে চলেছে, যাদের একজন ইতিমধ্যেই পাঁচটি ম্যাচ জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদল এই মরশুমের প্রথম ম্যাচ জিতলেও পরের দিকে পয়েন্ট তালিকার নীচের দিকে চলে গিয়েছে ক্রমশ। যদিও শেষ তিনটি ম্যাচে জিতে নিজেদের শক্তি জাহির করে উঠে এসেছে উপরের দিকে। এদিনের ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স চেষ্টা করবে নিজের সুনাম বজায় রাখতে, ঠিক তেমনই নিজেদের আসল শক্তির জানান দিতে কেকেআরের গায়ে থাবা বসাতে প্রস্তুত রাইসিং পুনে সুপার জায়ান্টসও।

 

আইপিএল ২০১৭: পুণের বিরুদ্ধে নামার আগে ধোনিকে নিয়ে কী বললেন গম্ভীর!


দুটি দল একনজরে –
কেকেআর – এই বছর আইপিএলে কেকেআরের অসাধারণ একটা টিম গেম লক্ষ্য করা গিয়েছে এখনও পর্যন্ত। এই ফর্ম আগে সেভাবে দেখা যায়নি। কোনও ব্যক্তিগত করিশমায় নয়, দলবদ্ধভাবে খেলেই একের পর এক জয় ছিনিয়ে নিয়েছে এই দল। কখনও সুনীলা নারিনের মত বোলার ওপেনিং করতে নেনে অধিনায়কের সঙ্গে মিলে দলের ব্যাটিংয়ে ঝড় তুলেছে। আবার তারা ব্যর্থ হলে মিডল ওর্ডারে মনীষ পান্ডে ও ইউসুফ পাঠান সামলে নিয়েছেন ধাক্কা। এছাড়া বোলিং বিভাগেও কৌলটার নাইলের মত বোলারদের ওপর ভরসা রেখে প্রথমে ব্যাট করতেও পিছপা হচ্ছেন না গম্ভীররা। শুধু ঘরের মাঠেই নয়, এই বাইরের খেলাগুলিতেও এই জয় যাত্রা নিরন্তরভাবে বজায় রেখেছে কেকেআর।

পুনের বিরুদ্ধে মাঠে নামার আগেই খারাপ খবর কেকেআরের জন্য, খোদ অধিনায়কের মুখে এই খবর পাওয়ায় চাঞ্চল্য


রাইজিং পুনে – রাইসিং পুনে সুপার জায়ান্টসের প্রথম দিকের কয়েকটা ম্যাচে দুর্গতি হলেও, শেষ তিনটি ম্যাচে পরপর জিতে তারাও নিজেদের ভাল জায়গার দিকে আনছে। পরপর এই তিন ম্যাচ জেতার ফলে আত্মবিশ্বাসে ফুটছে এই দল। এই অবস্থায় কেকেআরকে কঠিন টক্কর দিতে পুরো চেষ্টা করবে এই দল। সম্প্রতি সানরাইজার্সের বিরুদ্ধে ধোবির ফর্মে ফিরে আসাটাও একটা ভাল খবর এই দলের জন্য।
দুই দলের থিঙ্ক ট্যাঙ্কের দিকে লক্ষ্য করা যাক —
কেকেআর – এই কদিনে কেকেআর প্রথম একাদশে খুব একটা বদল করেনি। শুধু ট্রেন্ট বোল্টকে সরিয়ে কৌলটার নাইলকে আনা হয়ে হয়েছিল দলে। সেই গবেষণাও বেশ কাজ দিয়েছে। কলিন দে গ্রান্ডহোমের মত অলরাউন্ডার থাকায় এই একাদশে একটা বাড়তি আত্মবিশ্বাস এসেছে। গৌতম গম্ভীরের সঙ্গে নারিনের ওপেনিংয়ে সাফল্যও কেকেআরের জন্য আর্শিবাদ হয়ে এসেছে। এই অবস্থায় খুব একটা বদলের দরকার হয়নি গম্ভীরের।

আইপিএল ২০১৭ঃ মুম্বইয়ের মত শক্তিশালী বিপক্ষের বিরুদ্ধে কীভাবে করলেন বাজিমাৎ! রাহানে জানাল তারই খুঁটিনাটি


রাইসিং পুনে – পুনের সব থেকে বড় সমস্যা হল তাদের বোলিং। যদিও শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দারুণ বোলিং করেছে এই দল। তবে দেরি করে হলেও, হাতে সময় থাকতেই বোলিং ডিপার্টমেন্টে সামলাতে পেরেছে স্মিথ। ধোনির ফর্মে না থাকাতেও এতদিন একটা বিরাট সমস্যায় পড়েছিল রাইসিং পুনে। কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে ধোনি কার্যতব একা ম্যাচ জেতানোর পরই সময় বদলেছে পুনের। ফলে শেষ তিন ম্যাচে ক্রমাগত জয় পেয়েছে তারা। আপাতত এই ফর্মকেই ধারাবাহিকভাবে নিয়ে যেতে হবে তাঁদের।
দুই দলের শক্তি –
কেকেআর – দশম আইপিএলে গোটা কেকেআর দলটাই একটা বড় শক্তি। এই দলে কোনও তারকা বিদেশি ব্যাটসম্যান নেই ঠিকই। তবে গৌতম গম্ভীর, রবীন উথাপ্পা, মনীষ পান্ডে, ইউসুফ পাঠানের মত ব্যাটসম্যানরা একসঙ্গে এক র্দুভেদ্য দুর্গ তৈরি করেছে। যাকজে ভাঙা খুবই মুসকিল। এইবছর কেকেআরের বোলিং বিভাগ আইপিএলে অন্যতম সেরা। উমেশ যাদব বা ক্রিস ওকসের মত বোলারদের উপর তো ভরসা ছিলই। শেষ ম্যাচে কৌলটার নাইল একাই তাঁর দিকে সমস্ত আকর্ষণ কেড়ে নিয়েছে। কূলদ্বীপ যাদবকেও তাঁর নিজস্ব জায়গায় স্বমহিমায় দেখা যাচ্ছে।

আইপিএল ২০১৭: পুণের বিরুদ্ধে ম্যাচে ফাইন হল মুম্বই অধিনায়ক রোহিত শর্মার


রাইসিং পুনে – পুনের এই ফ্রাঞ্চাইজিতে একের পর এক তাবড় তাবড় ব্যাটসম্যান রয়েছে। স্টিভ স্মিথ, এম এস ধোনি, ফ্যাপ দুপ্লেসি, অজিঙ্ক রাহানে। এই সমস্ত ব্যাটসম্যান ফর্মে থাকলে একাই বিপক্ষের বোলিং আক্রমনকে ধ্বংস করে দিতে পারে। এছাড়া বেন স্টোকসের মত অলরাউন্ডার থাকা মানে যেকোন দলের আত্মবিশ্বাসে বাড়তি অক্সিজেন পাওয়া। বোলিংয়ে শেষ মূহুর্তে নেওয়া ইমরান তাহিরও নিজের ক্ষমতা জাহির করেছেন প্রায় প্রতিটা ম্যাচেই। এই ধরনের একটি দল কোনও বিষধর সাপের থেকে কম নয়। কিন্তু এই সমস্ত নামী খেলোয়ারদের মধ্যে বেশিরভাগ খেলোয়ারের খারাপ সময় চলছে বলে কিছুটা দমে রইয়েছে রাইসিং পুনে।

মুম্বইয়ের বিরুদ্ধে জিতে প্রফুল্ল পুনে এই বোলার, এই ম্যাচের নায়ক কী বলল দেখে নিন

ম্যাচের ভবিষ্যতবানী –
টি টোয়েন্টি ক্রিকেটে কিছুই বলা যায়না কোন দল জিতবে। সেখানে এই ম্যাচ অন্যতম রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে। তবুও দুই দলের বর্তমান ফর্ম অনুযায়ী কলকাতা নাইটা রাইডার্সকেই এগিয়ে রাখা যায়। কেকেআর এই লিগে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করবে। সেখানে পুনেও নিজদেরকে আরও ভাল জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে এই ম্যাচে। প্রথমে ব্যাট করে ১৮৫ থেকে ১৯০ রান হলে দারুণ একটা ম্যাচ দেখা যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *