আর কয়েকদিন পেরোলেই শুরু হবে ভারতের বিলাসবহুল ক্রিকেট লিগ আইপিএল। এক সপ্তাহ আর বাকি নেই তাতে। প্রতিটা ফ্রাঞ্চাইজি অনুশীলনে মন দিয়েছে। যেমনটা দিয়ে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররাও। এত কম সময়ের ব্যবধানে আবার নতুন করে সমস্যায় পড়ল কলকারা নাইট রাইডার্স।
পাঁচদিন হল ইডেন গার্ডেন্সে কেকেআরের অনুশীলন শুরু হয়েছে। ইউসুফ পাঠান, গৌতম গম্ভীর সহ প্রায় সকলেই উপস্থিত তাতে। আছেন কেকেআরের নতুন সদস্য ড্যারেন ব্রাভো। মঙ্গলবার পঞ্চম দিনের অনুশীলনে উত্তর প্রদেশের বোলার অঙ্কিত রাজপুতের একটি বল ব্রাভোর হাতে এসে লাগে। এরপরই তিনি ব্যথায় কাতরাতে কাতরাতে নেটের বাইরে চলে যান। এই ঘটনায় কিছুটা হলেও চিন্তায় আছে কেকেআর। ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে ছেড়ে দেওয়ার পর ক্যারিবিয়ান ব্যাটসম্যান হিসেবে ব্রাভোকে নেওয়া হয়।
এদিকে অধিনায়ক গৌতম গম্ভীর অনুশীলনে যোগ দিলেও এখনও বেশকিছু ক্রিকেটার আসেননি। যেমন, সাকিব আল হাসান ও সুনীল নারিন তাঁদের আন্তর্জাতিক ম্যাচ খেলে তবেই ফিরবেন কেকেআরে। আগামী ৭ই এপ্রিল রাজকোটে কেকেআর ও গুজরাট লায়ন্সের সঙ্গে মুখোমুখি হবে।