দুর্ধর্ষ হায়দ্রাবাদের মুখোমুখি হতে দলে বড়সড় দুটি বদল আনতে চলেছে কলকাতা নাইট রাইডার্স 1

আজ দুর্ধর্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের সরণীতে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৯ রানের লজ্জাজনক হারের পর প্রশ্ন উঠেছিল কলকাতার দলগঠন নিয়ে। তাই এবার বেশ মরিয়া উপায়ে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। যার জেরে এবার দলে বেশ কিছু রদবদল আসছে, তা বলাই যায়, দেখে নেওয়া যাক এই ম্যাচের সম্ভাব্য একাদশ।

দুর্ধর্ষ হায়দ্রাবাদের মুখোমুখি হতে দলে বড়সড় দুটি বদল আনতে চলেছে কলকাতা নাইট রাইডার্স 2

১. শুভমন গিল

Shubman Gill focal point of KKR batting unit, feels Styris - Cricket News

গত বছরের ভুল এই বছর করতে চাইবে না কলকাতা নাইট রাইডার্স। গত বছর ওপেনিংয়ে মাত্র কয়েকটি ইনিংস খেলেই নিজের জাত চিনিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের সম্পদ। পাশাপাশি ওপেনিংয়ে সলিডিটি আনতে বড় ভূমিকা নিতে পারেন শুভমন। গত ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচের জন্য নিশ্চই তাকে বসাবে না কেকেআর ম্যানেজমেন্ট। আর তার ফলে টপ অর্ডারে এবার নামতে পারেন শুভমন।

২. সুনীল নারাইন

IPL 2020: Sunil Narine is best T20 bowler in world, will win close battles - KKR mentor David Hussey - Sports News

একদিকে শুভমন গিলের মত সলিড ব্যাটসম্যান থাকায় অন্যপারে বেপরোয়া এক ব্যাটসম্যানকেই চাইবে নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। আর সুনীল নারাইনের মত হার্ড হিটিং পিঞ্চ হিটারকে বাদ রাখাও সম্ভব নয়। ওপেনিং কম্বিনেশন বজায় রাখতেই চাইবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি স্পিনার হিসেবে দলে তার জায়গা পাকা।

৩. নীতিশ রানা

IPL 2018: Backing Nitish Rana has paid off for KKR, says Jacques Kallis | Sports News,The Indian Express

গত ম্যাচে কিছুটা নীচের দিকেই নেমেছিলেন দিল্লির এই ব্যাটসম্যান। এর আগের দুই মরশুম কলকাতা নাইট রাইডার্সের তিন নম্বরে নিজের জায়গা সিমেন্ট দিয়ে গেঁথে রেখেছেন তিনি। ফলে আবারও নিজের পুরোনো জায়গায় ফিরতে চলেছেন রানা। স্ট্রাইক রোটেশনের পাশাপাশি প্রয়োজনে বড় শট খেলার ক্ষমতা রয়েছে নীতিশের। এবারে কিছুটা নীচের দিকে নেমে চার নম্বরে নামতে চলেছেন নীতিশ।

৪. ইয়ন মর্গ্যান

Eoin Morgan will prove as perfect foil for Dinesh Karthik: Brendon McCullum

লকডাউনের পর প্রথমবার ইংল্যান্ডের বাইরে ব্যাটিং করার দরুণ হয়ত এমন ব্যর্থতা। কিন্তু ইংরেজ অধিনায়কের ব্যাটিং ফর্ম নিয়ে সন্দেহ তোলা উচিত নয়। বর্তমান সময়ের সাদা বলের ক্রিকেটের অন্যতম সেরা বাঁ হাতি ব্যাটসম্যানকে বাইরে রেখে দল গড়া কখনই সম্ভব নয় নাইটদের পক্ষে।

৫. দীনেশ কার্তিক 

IPL 2020: Brendon McCullum Reckons Dinesh Karthik Is Ready To Lead KKR

গত ম্যাচে তিন নম্বরে নেমে সেরকম সুবিধা করতে পারেননি নাইট রাইডার্স অধিনায়ক। ফলে নীতিশ রানাকে উপরে পাঠিয়ে মিডল অর্ডারকে ধরে রাখতে নীচে নামবেন কার্তিক।পাশাপাশি প্রয়োজনে স্লগ ওভারের বিধ্বংসী ভূমিকা নিতে পারেন কার্তিক।

৬. আন্দ্রে রাসেল

Andre Russell blasts KKR for bad decisions, poor cricket | Cricket News - Times of India

রাসেলের মত বিধ্বংসী ব্যাটসম্যান্দের ফর্মে ফিরতে বেশি সময় লাগে না। ফলে নিশ্চিতভাবেই এই জায়গায় ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার জায়গা করে নেবেনই। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স যেটুকু সাফল্য পেয়েছিল, তার অধিকাংশ কৃতিত্ব এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের। ব্যাট হাতে যে কোনও বলকে ছয় মারার ক্ষমতা রয়েছে রাসেলের। এছাড়া বোলিংয়েও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

৭. রিঙ্কু সিং

Cricketer Rinku Singh Suspended By BCCI For Violating Regulations: BCCI ने KKR के बल्लेबाज रिंकू सिंह पर लगाया बैन, जानें क्या है कारण - News Nation

গত ম্যাচে নিখিল নায়ককে দলে নিলেও তেমন সুবিধা করতে পারেননি, ফলে এই ম্যাচে নিখিল নায়কের জায়গায় আসতে পারেন উত্তরপ্রদেশের ক্রিকেটার রিঙ্কু সিং। শেষের দিকের ওভারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন এই তরুণ ব্যাটসম্যান।

৮. প্যাট কামিন্স

Indian Premier League 2020, Kolkata Knight Riders vs Mumbai Indians: KKR's 15.50 Crore Signing Pat Cummins Trolled After Going For 16.33 Runs An Over | Cricket News

গত ম্যাচে বোলিংয়ে ব্যর্থ হলেও, ব্যাটিংয়ে বেশ নজর কেড়েছিলেন অস্ট্রেলিয়ার এই পেসার। এবারের আইপিএল-এর সবথেকে দামি ক্রিকেটার প্যাট কামিন্স  দেশের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাহকে এক ওভারে চারটি ছক্কা হাঁকিয়েছেন। ফলে আগুনে বোলিং ছাড়াও ব্যাটিংয়ে তার প্রতি ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

৯. কুলদীপ যাদব

I am raring to go: Kuldeep Yadav as KKR land in Abu Dhabi - Yahoo! Cricket.

দলের অন্যতম সেরা স্পিনারকে দল থেকে বাদ রাখা সম্ভব নয়। গত আইপিএল-এ খুব একটা ভালো পারফর্ম না করলেও ভারতীয় দলের হয়ে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন এই চায়নাম্যান বোলার। যার ফলে শুরুর ম্যাচে দলে জায়গা করে নিতে চলেছেন কুলদীপ।

১০. শিবম মাভি

Exclusive | Shivam Mavi blames poor bowling for KKR's failure in IPL 2019, opens up on injury return | Cricket News – India TV

 

গত ম্যাচে নাইট বোলারদের মধ্যে সবথেকে ভালো পারফর্ম করেছিলেন তরুণ পেসার শিবম মাভি। ফলে এই ম্যাচেও তিনি দলে জায়গা পাচ্ছেন তা নিশ্চিত হয়ে বলাই যায়।

১১. কমলেশ নাগারকোটি

Kamlesh Nagarkoti IPL Kolkata Knight Riders, IPL Salary ₹32,000,000 in 2020 and Total IPL income ₹ 96,000,000

প্রথম ম্যাচে নিজের পুরো কোটাও শেষ করতে পারেননি সন্দীপ ওয়ারিয়র। স্বভাবতই তার উপর কনফিডেন্স হারিয়েছেন কেকেআর ম্যানেজমেন্ট। ফলে এই ম্যাচে জায়গা পেতে চলেছেন তরুণ পেসার কমলেশ নাগারকোটি।

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *