কিংস ইলেভেন পাঞ্জাব আইপিএলের এমন দল যাদের ইতিহাস বিশেষ কিছু নেই। বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার দল একবারও আইপিএল ট্রফিকে নিজেদের নামে করতে পারেনি। কিংস ইলেভেন পাঞ্জাবের দল আইপিএলের ইতিহাসে আজ পর্যন্ত মাত্র একবার আইপিএল ২০১৪র ফাইনালে পৌঁছোতে পেরেছে। এছাড়া পাঞ্জাবের দলের আইপিএলের প্রদর্শন ভালো নয়।
আইপিএলে ২০১৯ এ গড়েছে ভালো দল
কিংস ইলেভেন পাঞ্জাবের দল আইপিএল ২০১৯ এর প্রবল দাবীদার দলগুলির মধ্যে একটি। কিংস ইলেভেন পাঞ্জাব আইপিএল ২০১৯ এর নিলামে যথেষ্ট ভালো দল কিনেছে আর তাদের দলকে দেখার পর ক্রিকেট বিশেষজ্ঞরা তাদের আইপিএল ২০১৯ এর প্রবল দাবীদার মনে করছেন।
কিংস ইলেভেন পাঞ্জাবের দল আইপিএল ২০১৯ এর জন্য স্যাম ক্যুরেন, নিকোলাস পুরণ, মহম্মদ শামি, আর বরুণ চক্রবর্তীর মত বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় কিনেছে। যে কারণে এই দলকে আইপিএলের প্রবল দাবীদার দেখাচ্ছে।
অশ্বিনকেই বাছল আইপিএল ২০১৯ এর জন্য অধিনায়ক
Photo by: Faheem Hussain /SPORTZPICS for BCCI
আইপিএল ২০১৯ এর জন্য প্রীতি জিন্টা রবিচন্দ্রন অশ্বিনকে দলের অধিনায়ক করেছেন। জানিয়ে দিই যে ২০১৮তেও অশ্বিনই দলের অধিনায়কত্ব করেছিলেন। এখন আইপিএল ২০১৯ এও রবিচন্দ্রন অশ্বিনই দলের অধিনায়ক হবেন। দৈনিক জাগরণে ছাপা একটি রিপোর্টের মোতাবেক প্রীতি জিন্টা নিজের বয়ানে বলেছেন যে, “রবিচন্দ্রন অশ্বিনই আমাদের আগামি আইপিএল ২০১৯ এর অধিনায়ক হবেন”।
এই রকম হল আইপিএল ২০১৯ এর জন্য কিংস ইলেভেন পাঞ্জাবের দল
রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), কেএল রাহুল, ক্রিস গেইল, অ্যাণ্ড্রু টাই, ময়ঙ্ক আগরওয়াল, অঙ্কিত রাজপুত, মুজীব ঊর রহমান, করুণ নায়ার, ডেভিড মিলার, মনদীপ্সিং, মোইসিস হেনরিক্স, নিকোলাস পুরণ, মহম্মদ শামি, সরফরাজ খান, বরুণ চক্রবর্তী, স্যাম ক্যুরেন, হার্ডশ উইজল্যান, অর্শ্বদীপ নাথ, দর্শন নালকন্ডে, প্রভাসিমরণ সিং, অগ্নিবেশ আয়াচি, হরপ্রীত বরার।