দেখে নিন - ব্য়াটহাতে ব্য়র্থ হওয়ার আগে কিভাবে লোকেশকে সঙ্গে নিয়ে ধোনিকে অপমান করলেন বিরাট 1

ভারতীয় ক্রিকেটে দলে যখন অভিষেক হয়, তখন কেউ ভাবতেই পারেননি, এই মানুষটাই আগামী দশ-পনেরো বছর দেশের হয়ে ক্রিকেট খেলবে। উইকেট-কিপিং গ্লভস হাতে তাঁকে কেউ কোনও দিন হিমশিম খেতে দেখছে কি না মনে পড়ে না। আমরা (ভারতবাসীরা) সবমসয় ওকে একজন ব্য়াটসম্য়ান হিসেবেই দেখেছি। কিন্তু, উইকেটের পিছনে গ্লভস হাতের ওর কোনও কৃতিত্বকে আমরা কুর্নিশ জানাইনি। কেউ ওকে উইকেট-কিপার হিসেবে দেখেই না। এই কথাগুলি আর কারওর নয়, বর্তমান জাতীয় নির্বাচক মণ্ডলীর প্রধান মান্নাভা প্রসাদের। আর যাঁকে নিয়ে করা তিনি কোনও আর-পাঁচটা জাতীয় দলে খেলা ক্রিকেটার নন। আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফির জন্য় পনেরো সদস্য়ের দল বাছার সময়  ব্য়াটে হাতে নিষ্প্রভ মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে এই মন্তব্য়গুলি করেছিলেন প্রধান নির্বাচক। শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজের জন্য় দল নির্বাচনের পর ধোনিকে নিয়ে প্রসাদের করা বক্তব্য়ের সঙ্গে এই বক্তব্য়ের আকাশ-পাতাল তফাৎ রয়েছে। কিন্তু, প্রসাদের বক্তব্য়টা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার নয়। উইকেটকিপার ধোনি ক্রিকেটপ্রেমীদের থেকে তাঁর প্রাপ্য় সম্মান কোনওদিনও পাননি। ব্য়াটসম্য়ান ধোনি রান না পেলেও, উইকেটকিপার ধোনি কিন্তু সেই আগের মতোই পারফর্ম করে যাচ্ছেন। আর সেই পারফরমেন্সের জোরে অনায়াসে ২০১৯ বিশ্বকাপে যেতে পারেন উইকেটকিপার ধোনি। মাহিকে সরিয়ে দিলে তাঁর মতো এতটা দক্ষ উইকেটকিপারের বিকল্প কি ভারতের হাতে আছে, যাঁকে নিয়ে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যাওয়া যায়? প্রশ্নটা সবার জন্য় রইল, যাঁরা ভারতের প্রাক্তন অধিনায়ককে চিরকালের মতো জাতীয় দলের বাইরে দেখতে চাইছেন।

উইকেটকিপার ধোনিকে নিয়ে কথা হচ্ছে যখন, তখন গত রবিবারের (২৭ অগস্ট) ম্য়াচটির কথা কোনওভাবেই এড়িয়ে যাওয়া যায় না। ধোনির মতো একজন চোস্ত উইকেটরক্ষক দিনেশ চান্দিমলকে রান-আউট করতে পারেননি। অত্য়ন্ত সহজ সুযোগ হাতছাড়া করেন ধোনি। ক্য়ান্ডির পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় একদিনের ম্য়াচে যুজবেন্দ্র চহলের ডেলিভারিটা মিড-উইকেটের দিকে ঠেলে দিয়ে একরান নেওয়ার জন্য় দৌড় শুরু করেন চান্দিমল। ভারতীয় ফিল্ডার লোকেশ রাহুল বলটি ধরে সরাসরি ছুঁড়ে দেন ধোনির দিকে। স্টাম্পের সামনে বলটি দুহাত দিয়ে ধরতে গিয়েও মিস করেন মাহি। তখনও স্টাম্পের থেকে কিছুটা দূরে চান্দিমল। বল মিস করায়, রান আউটও মিস হয়। সঙ্গে অধিনায়ক বিরাট কোহলি ও লোকেশ তাঁদের বিরক্তি প্রকাশ করেন ধোনিকে দেখে। ভিডিও’তে দেখে নিন সেই মুহূর্ত আর বিরক্তি প্রকাশের ধরণ –  

https://twitter.com/Cricvids1/status/902044836450025473

আশ্চর্যের বিষয় এই ধরণের স্টাম্পিং এই প্রথমবার মিস করলেন উইকেটকিপার ধোনি। তার চেয়েও আশ্চর্যের বিষয় ধোনি অধিনায়ক থাকলে কি একইভাবে তাঁদের প্রতিক্রিয়া জানাতে পারতেন বিরাট ও রাহুল! ধোনির মতো একজন ব্য়ক্তিত্বকে এভাবে প্রতিক্রিয়া জানানো চরম অপমানজনক। কারণ, ভারতীয় ক্রিকেটকে ধোনি যা দিয়েছেন, তাপ শিকিভাগও এখনও পর্যন্ত দিতে পারেননি বিরাট। আর লোকেশ রাহুল তিনি তো সবে কেরিয়ার শুরু করলেন।

যাইহোক, চান্দিমলের রান-আউটে খুব একটা প্রভাব পড়েনি ম্য়াচের ভাগ্য়ে। ২১৭ রান আজকালকার দিনে অত্য়ন্ত সহজ টার্গেট। বিরাট ও লোকেশ দুজনে ব্য়াট হাতে ব্য়র্থ হলেও চান্দিমলকে রান-আউট না করতে পারার খামতিটা ব্য়াট হাতে মিটিয়ে দিয়েছেন ধোনি। শুধু রান করেছেন তাই নয়, ম্য়াচ জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। আর তার সঙ্গে একদিনের সিরিজও জিতে নিয়েছে ভারত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *