IPL 2024: নিলামের আগেই চরম অপমানিত হলেন ধোনির প্রিয়পাত্র, সটান ছেঁটে ফেললো BCCI !! 1

IPL 2024: আগ্রহের কেন্দ্রে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার সপ্তদশ মরসুম শুরু হতে বাকি এখনও মাসখানেক। বোর্ড সূত্রে জানা গিয়েছে মার্চের শেষে বা এপ্রিলের গোড়ার আগে বাইশ গজে ব্যাট-বলের দ্বৈরথ শুরুর সম্ভাবনা নেই। তবে ডিসেম্বরের শীতে ক্রিকেটমহলের উত্তাপ বাড়িয়েছে আইপিএলের (IPL) মিনি অকশন। গত বছর ২৩ ডিসেম্বর কেরলের কোচিতে নিলামের টেবলে একে অপরের মুখোমুখি হয়েছিলো দশ ফ্র্যাঞ্চাইজি। এবার দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছে তা। ১৯ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দুবাইতে নিলাম আয়োজন করতে চলেছে বিসিসিআই (BCCI)। সপ্তদশ মরসুম শুরুর আগে নিজেদের স্কোয়াডের ফাঁকফোকর বুজিয়ে নিতে মরিয়া দলটি দলই। প্রথামাফিক তারা প্রকাশ করে দিয়ছে নিজেদের রিলিজ ও রিটেনশন তালিকা।

আইপিএল (IPL) নিয়ে দর্শকদের মতই আগ্রহ রয়েছে দেশ-বিদেশের ক্রিকেটারদের মধ্যেও। বোর্ড সূত্রে জানা গিয়েছিলো ভারত ও বহির্বিশ্বের মোট ১১৬৬ ক্রিকেটার এই নিলামে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে আলোচনা করে সেই সংখ্যাকে কমিয়ে আনা হয়েছে ৩৩৩তে। তবে দলগুলিতে মোট শূন্যস্থানের সংখ্যা ৭৭। অর্থাৎ এই ৩৩৩ জনের মধ্যেও অধিকাংশের কপালেই শিকে না ছেঁড়ার সম্ভাবনা। পেশাদার ক্রিকেটের দুনিয়ার বিগত বছরের পারফর্ম্যান্স বিশেষ গুরুত্ব রাখে না। বর্তমান ফর্মের উপরেই দলগুলি বিচার করে কোনো ক্রিকেটারকে তাঁদের প্রয়োজন কিনা। এই ঝাড়াইবাছাই পদ্ধতিতে বাদ পড়েছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ, মেহদী হাসান মিরাজের মত ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটের বেশ কয়েকজন চেনা মুখ’ও জায়গা পান নি চূড়ান্ত নিলাম তালিকায়। তাঁদের মধ্যেই রয়েছেন কেদার যাদব (Kedar Jadhav)।

Read More: SA vs IND: “আমি হাতজোড় করে ক্ষমা চাইছি…”, দ্বিতীয় টি-২০’তে ব্যাটে ঝড় তোলার পরও নতজানু হতে হল রিংকুকে !!

অতিরিক্ত ভিত্তি মূল্যই হয়ত কাল হলো কেদারের-

Kedar Jadhav | IPL 2024 | Image: Getty Images
Kedar Jadhav | Image: Getty Images

১১৬৬ থেকে নিলামের জন্য যে ৩৩৩ জনের চূড়ান্ত তালিকা বেছে নেওয়া হয়েছে, সেখানে নাম নেই ভারতীয় প্রাক্তনী কেদার যাদবের (Kedar Jadhav)। একসময় দলের ‘ইউটিলিটি ক্রিকেটার’ হিসেবে পরিচিত ছিলেন কেদার। আইপিএল কেরিয়ারে ৯৫ ম্যাচে ২২.৩৭ গড়ে করেছেন ১২০৮ রান। অর্ধশতকের সংখ্যা ৪। চুটিয়ে খেলেছেন দিল্লী ডেয়ারডেভিলস (DD), চেন্নাই সুপার কিংস (CSK), সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মত দলে। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই দলের হয়ে ট্রফিও জিতেছেন। ২০২৪-এর টুর্নামেন্টে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা হাওয়ায় মিলিয়ে যাওয়ায় উঠতে শুরু করেছে প্রশ্ন।

অনেকেই মনে করছেন ৩৮ বছর বয়সে, ক্রিকেট কেরিয়ারের একেবারে সায়াহ্নে এসে অতিরিক্ত ভিত্তি মূল্য বা বেস প্রাইস স্থির করাই বিরুদ্ধে গিয়েছে কেদারের (Kedar Jadhav)। ২ কোটি টাকা বেস প্রাইস ঠিক করার আগে বিষয়টি চিন্তা করে দেখা প্রয়োজন ছিলো তাঁর। ৭.৮০ কোটি টাকা মূল্যে চেন্নাই সুপার কিংস (CSK) ২০১৮ থেকে ২০২০ অবধি ধরে রেখেছিলো কেদার যাদবকে (Kedar Jadhav)। মহারাষ্ট্রের ক্রিকেটারের পারফর্ম্যান্সের গ্রাফ পড়তে শুরু করে ২০২০ থেকেই। জাতীয় দল থেকে ছিটকে যান তিনি। ঐ বছরেই শেষবার ভারতের হয়ে ওডিআই খেলেছিলেন তিনি।

২০২১-এর নিলামের আগে চেন্নাই (CSK) ‘রিলিজ’ করে দেয় তাঁকে। নিলামে ২ কোটি টাকা দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দলে সামিল করে তাঁকে। এক বছরের বেশী কেদারকে স্কোয়াডে রাখে নি তারা। ২০২২ সালে দলহীন হয়েই কাটাতে হয় তাঁকে। অপেক্ষার প্রহর কেটেছিলো ২০২৩ সালে। মরসুমের মাঝপথে ডেভিড উইলি (David Willey) আহত হওয়ায় ১ কোটি টাকায় কেদারকে দলে নিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RC)। ২ ম্যাচে ১২ রানের বেশী করতে পারেন নি তিনি। কেদারের আইপিএল (IPL) কেরিয়ারের কফিনে যে শেষ পেরেক পোঁতা হয়ে গিয়েছে তা বোঝা গিয়েছিলো ষোড়শ মরসুমের শেষেই। তবুও ৩৮ বছর বয়সে এসে নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেই লক্ষ্যে সফল হলেন না কেদার।

Also Read: IPL 2024: এইপিএলের আঙিনায়ক চমক দিতে এই ৩ খেলোয়াড়ের দিকে হাত বাড়াবে পাঞ্জাব, খরচ করবে কোটি কোটি টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *