কোচ কালিস, ক্রিস লিনের চোটের ব্যাপারে যা বললেন তা শুনে আপনার মন ভেঙ্গে যাবে! 1
জ্যাক কালিস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ও কেকেআরের ম্যাচের পর অনেকদিন কেটে গিয়েছে। কিন্তু সেই ম্যাচে পাওয়া বড় চোটের থেকে কিছুতেই সেরে উঠতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। একেই তো গুজরাট লায়ন্সের বিরুদ্ধে দূর্দান্ত জয়ের ধারা ধাক্কা পেয়েছে এই ম্যাচে, তার ওপর ক্রিস লিনের মত বিধ্বংসী ব্যাটম্যানের চোট পাওয়ায় চরম সংকটে এই দল।

 

প্রথম একাদশে ব্যাপক রদবদল ঘটাল কেকেআর, দেখে নিন কে এল বা বাদ পড়ল একাদশ থেকে

জস বাটলারের এক কঠিন ক্যাচ ধরতে গিয়ে বাঁ কাঁধে চোট পান অস্ট্রেলিয়ান বিগ ব্যাস লিগের তারকা ক্রিস লিন। তিন বছরে কলকাতার হয়ে খেলা এই খেলোয়াড়ের এই বছরেই ব্যাটে ঝড় দেখা গিয়েছিল। সেই দেখে রাসেলকে না পাওয়ার দুঃখ ভুলেছিল কলকাতার সমর্থকেরা। কিন্তু সেই শেষ আশাটাও চলে গেল সমর্থকদের। কারণ কেকেআরের কোচ জ্যাক কালিস ইতি মধ্যেই বলে দিয়েছেন, চোট সারানোর পরও ক্রিস লিনকে উপযুক্ত বিশ্রাম দেওয়া হবে। তাতে এই আইপিএলে খেলতে না পারলেও কোনও অসুবিধা নেই।

ব্যক্তিগত শোকে পুনের এই ক্রিকেটার, কী হল জেনে নিন

সোমবার লিনের বাঁ কাঁধের এমআরআই করা হয়েছে। যদিও রিপোর্ট এখনও আসতে বাকি। তার আগেই কেকেআর কোচ তাঁর সাফ কথা জানিয়ে রাখলেন। কালিস বলেন, “আমরা স্ক্যানের রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করছি। তবে ওর যে জায়গাটা চোট লেগেছে তা খুবই মারাত্মক জায়গা। ওই জায়গায় চোট থেকে সেরে ওঠা সত্যিই খুব কঠিন।”

কালিস একজন অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনিও বিভিন্ন সময়ে চোটে ভুগেছেন। তাই পরিস্থিতিটা তিনি অনুভব করতে পারেন। তিনি আরও বলেন, “এটায় কোনও সন্দেহ নেই যে ওকে পর্যাপ্ত বিশ্রাম নিতেই হবে। তাতে হয়ত এই মরশুমে ও নাও খেলতে পারে। যেটা আমাদের দল ও সমর্থকদের জন্য বিরাট দুঃসংবাদ।”

ওই একই জায়গায় লিন তিন বার চোট পেয়েছেন। এই কারণে বিগ ব্যাশ লিগেও তিনি খুব একটা খেলতে পারেননি। তবে যে কটি ম্যাচ খেলেছেন তাতে ব্যপক প্রভাব ফেলেছেন। কেকেআরের হয়ে শুরুটাও তিনি মারাত্মক করেন। প্রথম ম্যাচে দুরন্ত ৯৩ রান করে তিনি মোট দুই ম্যাচ খেলে ১২৫ রান করেন। এরফলে মাঠ ছাড়ার আগে পর্যন্ত তাঁর মাথাতেই কমলা টুপিটি সযত্নে ছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *