জাদেজার সাথে তুলনায় ভক্তকে পাল্টা জবাব দিলেন জন্টি রোডস! 1

ফের আরও একটা দুরন্ত ইনিংস এলো জাদেজার ব‍্যাট থেকে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের স্কোর যখন ২০৭/৭ ঠিক তখন জ্বলে উঠলেন জাদেজা ।খেললেন ৫৮ রানের ইনিংস।মূলত তার ইনিংসের সৈজন‍্যে ভারতের স্কোর দাড়ায় ২৯৭ ।

জাদেজার সাথে তুলনায় ভক্তকে পাল্টা জবাব দিলেন জন্টি রোডস! 2
SYDNEY, AUSTRALIA – JANUARY 04: Rishabh Pant of India is congratulated by Ravindra Jadeja of India after reaching his century during day two of the Fourth Test match in the series between Australia and India at Sydney Cricket Ground on January 04, 2019 in Sydney, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

জাদেজার ইনিংস দেখে টুইট করেন সাউথ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস।তিনি লেখেন কোনও ফিল্ডার রান করলে দেখতে ভালো লাগে।তার এমন টুইট একেবারেই ভালো ভাবে নেননি কিছু ভারতীয় ক্রিকেট সমর্থকেরা।এক ভক্ত লেখেন জন্টি সবসময় নিজের ফিল্ডিংয়ের জন্য পরিচিত ছিলো।কখনও আইসিসির ক্রমতালিকায় সেরা দশে আসেননি।যেখানে জাদেজাকে নিয়মিত সেরা ১০ অলরাউন্ডারের তালিকায় দেখেছি আমরা।

জাদেজার সাথে তুলনায় ভক্তকে পাল্টা জবাব দিলেন জন্টি রোডস! 3
রবীন্দ্র জাডেজা

এরপর সেই ভক্তকে জবাবে জন্টি বিষয়টিকে হালকাভাবে নেওয়ার পরামর্শ দিয়ে জাদেজাকে এক অসাধারন অলরাউন্ডার বলে অভিহিত করেন।

প্রসঙ্গত, তীব্র জল্পনা তৈরী হয়েছিল জন্টির ভারতের পরবর্তী ফিল্ডার কোচ হয়ে ওঠার।যদিও পরবর্তী সময়ে জাতীয় নির্বাচক এম এস কে প্রসাদ জানান এখন হচ্ছেনা এমনটা।

জাদেজার সাথে তুলনায় ভক্তকে পাল্টা জবাব দিলেন জন্টি রোডস! 4

” আর শ্রীধর একজন অসাধারণ ফিল্ডিং কোচ।মূলত তার হাত ধরেই ভারতের ফিল্ডিং ইউনিট এক অন‍্যমাত্রায় পৌছেছে।তাই ওকে সরানোর কথা এখনই ভাবা হচ্ছে না।এরপর দ্বিতীয় এবং তৃতীয় যে পজিশন রয়েছে সেখানে জন্টিকে আনার কোনও পরিকল্পনা নেই কারণ সেই দুই স্থান ভারতের ” এ ” এবং এন সি এ’ র জন‍্য ” । এমনটাই জানিয়েছেন প্রাসাদ।

অন‍্যদিকে , ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভারত করেছে ২৯৭ রান।অজিঙ্ক রাহানে এবং রবীন্দ্র জাদেজা খেলেছে অর্ধশতরানের ইনিংস।জবাবে ওয়েস্ট ইন্ডিজের রান সংখ্যা ১৮৯/৮।এদিন তাদের ব‍্যাটিং বিভাগকে একাই গুরিয়ে দিয়েছে ইশান্ত শর্মা।নিয়েছেন ৫ উইকেট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *