বিধ্বস্ত হারের পর অধিনায়ক হোল্ডার ভারতের উদ্দেশে একি বললেন.. 1

চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় ওয়ানডে ম‍্যাচে হোল্ডারদের হারালো ভারত।প্রথম ম‍্যাচ বৃষ্টির জন্যে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম‍্যাচে ফের জয়ের রাস্তায় ফিরলো ভারত।এইদিন জয়ের সুবাদে তিন ম‍্যাচের ওয়ানডে সিরিজে ১- ০ এগিয়ে গেলো ভারত।শুধুমাত্র তাই নয়,এখনো অবধি ভারতের বিপক্ষে কার্যত জয় অধরা থাকলো ওয়েস্ট ইন্ডিজের গোটা সফর ( তিন টি টোয়েন্টি, দুই ওডিআই ) জুড়ে।এদিন হারের পর কার্যত হতাশ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

বিধ্বস্ত হারের পর অধিনায়ক হোল্ডার ভারতের উদ্দেশে একি বললেন.. 2

এদিন ম‍্যাচের শুরুটা দারুণ করেছিলো ওয়েস্ট ইন্ডিজ।শুরুতেই তারা ড্রেসিং রুমে ফেরত পাঠায় রোহিত ( ১৮ ) এবং ধাওয়ান ( ২) কে।এমনকি ক্রিজে থিতু হওয়ার আগে ঋষভ পন্থকে ও।দ্রুত তিন উইকেট খুইয়ে ভারতের স্কোর দাড়ায় একসময় তিন উইকেটের বিনিময়ে ১০১।কিন্তু এরপর আর বিপক্ষের স্কোর বোর্ডে কোনও রকম প্রভাব ফেলতে পারেন নি ইন্ডিজ বোলাররা।সৈজন‍্যে বিরাট এবং শ্রেয়স আইয়ারের ইনিংস।ম‍্যাচে এই দুই ক্রিকেটার করেন যথাক্রমে ১২০ এবং ৭১ ‌।দুজন মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ১২৫ রান।ভারত ইনিংস শেষ করে ২৭৯ তে।

বিধ্বস্ত হারের পর অধিনায়ক হোল্ডার ভারতের উদ্দেশে একি বললেন.. 3

পরবর্তী সময়ে জবাবে ২১০ এ শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।বৃষ্টির জন্য পরবর্তী সময়ে হোল্ডারদের টার্গেট দাড়ায় ৪৬ ওভারে ২৭০ । শুরুটা ভালোই করেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইস।করেন ৬৫ রান,তাকে ড্রেসিংরুমে ফেরান বিরাট এক দুরন্ত ক‍্যাচে।১৭৯ /৫ , একসময় এমন স্কোর লাইন থাকলেও পরবর্তী সময়ে নিকোলাস পুরান আউট হলে এরপ‍র মাত্র তিন রানে ৪ উইকেট পরে যায় ভারতের।অর্থাৎ ১৭৯/৫ থেকে আচমকা ওয়েস্ট ইন্ডিজের স্কোর গিয়ে দাড়ায় ১৮২/৮ ।এরপর তাদের ইনিংস গুটিয়ে যায় ২১০ রানে।

বিধ্বস্ত হারের পর অধিনায়ক হোল্ডার ভারতের উদ্দেশে একি বললেন.. 4

জয়ের কাছাকাছি পৌঁছে গিয়ে এমন হারের পর এদিন কার্যত হতাশ জেসন হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের বক্তব্য,

” খুবই হতাশ আমি।ম‍্যাচে দারুণ বোলিং করেছি আমরা।এমনকি একসময় ম‍্যাচ আমাদের হাতে ছিলো।ম‍্যাচের গুরুত্বপূর্ণ সময় পরপর বেশ কিছু উইকেট হারানোর মাশুল দিতে হলো আমাদের।আমাদের আরো দায়িত্ববান হতে হবে।পিচ দারুণ ছিলো,বোলাররা ভালো কাজ করেছে, ব‍্যাটসম‍্যানদের আরও দায়িত্ব নিতে হবে।”

বিধ্বস্ত হারের পর অধিনায়ক হোল্ডার ভারতের উদ্দেশে একি বললেন.. 5

শেষ ওয়ানডে ম‍্যাচে জয়ের জন্য মুখিয়ে থাকবেন ওয়েস্ট ইন্ডিজ, কারন এক্ষেত্রে তাদের কাছে সুযোগ থাকবে সিরিজ ” ড্র ” করার।আগামী ২২ শে আগষ্ট থেকে শুরু হতে চলেছে এই দুই দেশের টেস্ট সিরিজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *