বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রবীন্দ্র জাদেজা। দলের প্রয়োজনে ব্যাট হাতে যেমন ঝড় তোলেন, একইভাবে বল হাতেও তিনি সমানভাবে ভয়ঙ্কর। জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের পাশাপাশি স্যার জাদেজা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে বেশ জনপ্রিয়। আর এদিন ২২ গজের পোড়খাওয়া সৈনিক জাড্ডু সেই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ই-কর্মাস জায়েন্ট ফ্লিপকার্ট-এর সঙ্গে চালিয়ে গেলেন কথার লড়াই।
ট্যুইটারে এদিন ফ্লিপকার্ট ঘোষণা করে, “আগামী ১৯শে জানুয়ারি তাদের দফতরে ভারতের নতুন অলরাউন্ডার সাক্ষাত করতে আসছেন। ভারতের অন্যতম সেরা তিনি।” একই সঙ্গে তারা সবার কাছে প্রশ্ন ছুঁড়ে দেন, “কে সেই তারকা অলরাউন্ডার?”
India’s new all-rounder is visiting us on January 19th. One of the best in India! Any guesses who it is?
— Flipkart (@Flipkart) January 14, 2017
বিষয়টি লক্ষ্য করে জাদেজা ট্যুইটারে পাল্টা জানান, “কেন আপনারা (ফ্লিপকার্ট) আমাকে জিজ্ঞাসা না করে ১৯ জানুয়ারি ওই অনুষ্ঠানটি ঠিক করলেন? ১৯শে জানুয়ারিতে ম্যাচ আছে……… এই অনুষ্ঠানটি ২০শে জানুয়ারিতে পরিবর্তন করা যেতে পারে না?”
@Flipkart Why this Kolaveri di? Should have informed me before announcing? Anyway, got a match on the 19th… let’s push this to 20th?
— Ravindrasinh jadeja (@imjadeja) January 14, 2017
বিষয়টি অন্যদিকে যাচ্ছে দেখে ফ্লিপকার্ট জানায়, “স্যার জাদেজা, আপনি আমাদের অন্যতম প্রিয় ক্রিকেটার। কিন্তু আমাদের মনে হচ্ছে, এখানে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা কিন্তু আপনার কথা বলিনি।”
@imjadeja You are also a fan of the great all-rounder? Woah, we didn’t know 🙂 https://t.co/pKC9w1OzZ5
— Flipkart (@Flipkart) January 14, 2017
গোটা বিশ্বের সামনে এমন উক্তি হয়তো আশা করেননি বিরাট কোহলির অন্যতম প্রিয় এই ক্রিকেটারটি। একটু ক্ষেপে গিয়ে জাদেজা পাল্টা লেখেন, “এই মুহূর্তে আমিই কিন্তু ভারতের অন্যতম অলরাউন্ডার।”
@Flipkart Fan?! I AM India’s leading all-rounder!
— Ravindrasinh jadeja (@imjadeja) January 14, 2017
সঙ্গে সঙ্গে তিনি ট্যুইটারে একটি ভিডিও আপলোড করে জনগনের কাছে সাহায্য চেয়ে আবেদন জানান যে, ফ্লিপকার্ট কাকে এই মুহূর্তে দেশের সেরা অলরাউন্ডার হিসেবে তুলে ধরতে চাইছে?
@Flipkart Who are you talking about? Can someone help me figure it out? pic.twitter.com/IDJyjOMii0
— Ravindrasinh jadeja (@imjadeja) January 14, 2017
পাল্টা ফ্লিপকার্ট জবাব দিয়ে ঘোষণা করে, “আপনি আমাদের ক্ষমা করবেন। কিন্তু আমরা জানি এই অলরাউন্ডারই ভারতীয়দের জন্য আদর্শ হবে। আমরা জানি না, তুমি তার সমতুল্য হতে পারবে কিনা?”
@imjadeja Sir Jadeja. No offense. But we know this all-rounder will be the ideal for tons of Indians. Unsure if you can match up to him. https://t.co/mq20gHQK6B
— Flipkart (@Flipkart) January 14, 2017
এরপর রীতিমতো ক্ষেপে গিয়ে জাদেজা উত্তরে বলে ফেলেন,“যা খুশি গাওয়া বন্ধ কর।”
Stop trolling @Flipkart https://t.co/ylqMQ6wwQz
— Ravindrasinh jadeja (@imjadeja) January 14, 2017