এইটাই কি শেষ আইপিএল ? জবাবে কি বললেন ধোনি ?! 1

রোববার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ফের আরেকটা রূদ্ধশ্বাস আইপিএলের ফাইনালের সাক্ষী থাকলো আপামর ক্রিকেট ভক্তকূল।চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে রুদ্ধ শ্বাস ফাইনালে শেষ অবধি চার নম্বর আইপিএল ট্রফি টা নিয়ে মুম্বাই ফিরলো রোহিত শর্মারা।জয়ের থেকে মাত্র এক রান দুরে থেমে গেলো ধোনি বাহিনী।এক্ষেত্রে সাধুবাদ প্রাপ্য মুম্বাইয়ের পেস বোলার লাসিথ মালিঙ্গার।শেষ ওভারে যখন জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন নয় রান, তখন বুদ্ধিদিপ্ত বোলিংয়ের মধ্যে দিয়ে আপামর মুম্বাইবাসীর মুখে হাসি ফোটালেন এই তারকা বোলার।

এইটাই কি শেষ আইপিএল ? জবাবে কি বললেন ধোনি ?! 2

এদিনের জয়ের সুবাদে সবচেয়ে বেশি আইপিএল ট্রফি জয়ের রেকর্ড টি গেল মুম্বাইয়ের দখলে।বর্তমানে চারটি আইপিএল ট্রফি শোভা বর্ধিত করছে মুম্বাইয়ের ট্রফিরুমে।এর আগে চেন্নাই এবং মুম্বাই ,দুটি দল তিনটি করে আইপিএল ট্রফি জিতেছে।

এইটাই কি শেষ আইপিএল ? জবাবে কি বললেন ধোনি ?! 3

এদিন ম‍্যাচে একেবারে ছন্দে পাওয়া যায়নি চেন্নাই অধিনায়ক ধোনিকে।যদিও গোটা টুর্নামেন্টে তার পারফরম্যান্স খুব একটা খারাপ নয়।এদিন আইপিএলে ফাইনালের পর ধোনির সামনের বছর আইপিএল খেলা ঘিরে তৈরী হয়েছে প্রশ্নচিহ্ন ।এদিন সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, এখন তার মাথায় শুধু বিশ্বকাপ চিন্তা।যদিও আসছে বছর তার আইপিএল খেলার প্রসঙ্গ তোলা হলে, সময় নষ্ট না করে এবিষয়ে আশাবাদী তিনি তা জানিয়ে দেন।

এইটাই কি শেষ আইপিএল ? জবাবে কি বললেন ধোনি ?! 4
Bengaluru: Chennai Super Kings’ skipper MS Dhoni in action during the 39th match of IPL 2019 between Royal Challengers Bangalore and Chennai Super Kings at M.Chinnaswamy Stadium in Bengaluru, on April 21, 2019. (Photo: IANS)

প্রসঙ্গত, আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এবং এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ( ২৭ শে জুন ), বাংলাদেশ ( ২ রা জুলাই(, শ্রীলঙ্কা ( ৬ ই জুলাই ) মুখোমুখি হবে ” মেন ইন ব্লু ” ।

এইটাই কি শেষ আইপিএল ? জবাবে কি বললেন ধোনি ?! 5

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক), ধাওয়ান, রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব,চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *