IPL 2022 Final: BCCI তৈরি করল ঐতিহাসিক জার্সি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠল নাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১৫তম সংস্করণের ফাইনাল ম্যাচ আজ ২৯ মে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাত ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়েছে। এই ফাইনাল ম্যাচ গুজরাট টাইটান্স আর রাজস্থান রয়্যালসের মধ্যে খেলা হচ্ছে। অন্যদিকে এই ম্যাচের আগে ক্লোজিং সেরিমনির আয়োজন করা হয়েছে, যেখানে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, সচিব জয় শাহ আর আইপিএল সভাপতি ব্রিজেশ প্যাটেলকে সম্মানিত করা হয়। অন্যদিকে বিসিসিআই রবিবার আইপিএলের ফাইনাল উপলক্ষ্যে সবচেয়ে বড় জার্সি তৈরি করে গিনেস বুক রেকর্ডে নিজেদের নাম তুলে ফেলেছে।

IPL 2022 এ বিসিসিআই তৈরি করল সবচেয়ে বড় জার্সি

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২২ এর ফাইনালের জন্য আহমেদাবাদে সমর্থকদের ভিড় বেড়েই চলেছে, অন্যদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গিনেস বিশ্বরেকর্ড নিজেদের নাম তুলে ফেলেছে। আসলে এই ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে বিসিসিআই সবচেয়ে বড় জার্সি তৈরি করে নিজেদের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তুলে ফেলেছে। আইপিএল সমাপ্তি অনুষ্ঠান চলাকালীন শামিল হন বলিউড সুপারস্টার রণবীর সিং। আইপিএল ২০২২ এর সমাপ্তি অনুষ্ঠানে সঙ্গীত পরিচালক এআর রহমান আর রণবীর সিংয়ের কিছু বিশেষ প্রদর্শনও দেখতে পাওয়া গিয়েছে।

গুজরাট আর রাজস্থানের মধ্যে হবে ট্রফির জন্য লড়াই

IPL 2022 Final: BCCI তৈরি করল ঐতিহাসিক জার্সি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠল নাম 1

গত ২৪ মে রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে গুজরাট টাইটান্স আইপিএল ২০২২ এর টিকিট হাসিল করেছিল, অন্যদিকে গত ২৭ মে রাজস্থান রয়্যালস ১৪ রানে আরসিবিকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। এই দুই দলের মধ্যে ২০২২ আইপিএলের খেতাব জেতার প্রবল লড়াই দেখা যাবে। একদিকে রাজস্থান যেখানে নিজেদের দ্বিতীয় খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে অন্যদিকে সেখানে গুজরাট নিজের ডেবিউ মরশুমকেই নিজেদের উইনিং মরশুম করার প্রবল চেষ্টা করবে। ফলে এটা দেখা ইন্টারেস্টিং হবে যে শেষমেশ কোন দল এই ট্রফি নিজেদের ঘরে তুলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *