দেশে ফিরে যাওয়ার মন ভারাক্রান্ত, স্টোকস করলেন ভারতের উদ্দেশে মন ছুঁয়ে যাওয়া মন্তব্য! 1

সম্প্রতি ইডেনে কলকাতা নাইট রাইডার্স কে হারিয়ে দিয়েজিলো রাজস্থান রয়‍্যালস।এদিনের ম‍্যাচ হারার সাথে সাথে এবছরের মতো আইপিএল জার্নি শেষ হয়েছিলো রাজস্থান রয়‍্যালসের অন‍্যতম দুই বিদেশি তারকা জোফ্রা আর্চার এবং বেন স্টোকসের।প্রসঙ্গত, সেইদিন নাইটদের হারানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জোফ্রা আর্চার।সেদিন তার ঝোড়ো ২৭ রানের ইনিংস ম‍্যাচে বাড়তি নিরাপত্তা এনে দিয়েছিল রাজস্থানকে।অন‍্যদিকে গতবছর রাজস্থানকে প্লে অফে জায়গা করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এবছর তেমন ঠিক জ্বলে উঠতে পারেনি বেন স্টোকস।

দেশে ফিরে যাওয়ার মন ভারাক্রান্ত, স্টোকস করলেন ভারতের উদ্দেশে মন ছুঁয়ে যাওয়া মন্তব্য! 2

ঘরের মাঠে বিশ্বকাপ তাই তার বিশেষ প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে দেশে ফিরে গেছেন স্টোকস এবং আর্চার।বিশ্বকাপের আগে দুই জন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে প্রতিনিধিত্ব করবেন ।প্রসঙ্গত, বিশ্বকাপের দলে স্টোকসের সুযোগ হলেও সুযোগ পাননি আর্চার।যদিও তার সুযোগ পাওয়ার সম্ভাবনা যে একেবারে শেষ তা এখনই বলা যাচ্ছে না।

দেশে ফিরে যাওয়ার মন ভারাক্রান্ত, স্টোকস করলেন ভারতের উদ্দেশে মন ছুঁয়ে যাওয়া মন্তব্য! 3

এবারের আইপিএল সফর রাজস্থানের তেমন না গেলেও এখনও যে তাদের আশা শেষ হয়ে গেছে তা বলা যায়না ।এখনও অবধি ১১ ম‍্যাচ থেকে ৪ টিতে জয়লাভ করেছে রাজস্থান।আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বর স্থানে রয়েছেন তারা।ঠিক এমন একটা সময় দলকে ছেড়ে যেতে বাধ‍্য হওয়ায় খানিকটা আবেগী বেন স্টোকস।একটি ভিডিও সম্প্রতি শেয়ার করা হয়েছিল রাজস্থানের টুইটার হ‍্যান্ডেল থেকে , সেখানে স্টোকসকে বলতে দেখা যায় নিজের দেশ এবং ডারহ‍্যাম এর পর কোনও দল যদি তার সবচেয়ে কাছের হয় তা রাজস্থান রয়্যালস।ভিডিওটিতে বাকি মরশুমের জন্য দলকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *