IPL 2022: এই তিন ভারতীয় বোলার যারা সবচেয়ে বেশি উইকেট উড়িয়ে পার্পল ক্যাপ হাসিল করেছেন !! 1

আইপিএল ২০২২ শেষ (IPL)। সদ্য সমাপ্তী ঘটা এই কুড়ি-বিশের টুর্নামেন্টে এবার চমক দিয়েছে নতুন দুটি দল। নিজেদের প্রথম বছরেই বাঘা বাঘা সব টিমগুলিকে পরাস্ত করে এবার ট্রফি তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। অন্যদিকে, আরেক নতুন দল লখনউ সুপার জায়েন্টস জায়গা করে নেয় প্লে অফে। তবে এই দল দুটিকে বাদ দিয়ে, অন্য বেশ কিছু টিমের পারফরমেন্সও ছিল নজরকাড়া। ব্যাটে ভুরি ভুরি রান কিংবা বল হাতে একের পর এক উইকেট তুলে নেওয়া, অন্য বছরগুলির মতো সবই দেখা যায় এবারের আইপিএলে। রাজস্থান রয়্যালস ফাইনালে হারলেও, এবার অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ পেয়েছে সেই দলের খেলোয়াড়ই। শেষ ম্যাচে একটি উইকেট তুলে নিয়ে এবার পার্পল ক্যাপ মাথায় তুলে নিয়েছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল। এবার দেখে নেওয়া যাক ৩ ভারতীয় বোলারদের যারা সবথেকে বেশি এই ‘টুপি’ মাথায় তুলে নিয়েছেন।

ভুবনেশ্বর কুমার (২বার, ২৩ ও ২৬ উইকেট)

IPL 2022: এই তিন ভারতীয় বোলার যারা সবচেয়ে বেশি উইকেট উড়িয়ে পার্পল ক্যাপ হাসিল করেছেন !! 2

২০১৬ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আর ট্রফি জয়ের মরশুমে সবথেকে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতে নেন ভুবনেশ্বর কুমার। সেই মরশুমে ৭.৪২ ইকোনমিতে ২৩ উইকেট এবং ১৭.৪২ স্ট্রাইক রেট নিয়ে ২৩টি উইকেট নেন ভুবনেশ্বর। ঠিক তার পরের বছরই আবারও একবার পার্পল ক্যাপ জিতে নেন ভুবি। ২০১৭ সালে টুর্নামেন্টে মোট ২৬টি উইকেট তুলে নেন তিনি। তিনিই একমাত্র ভারতীয় বোলার যিনি পরপর দু’বার পার্পল ক্যাপ জিতেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *