ভিডিও: 'বেবি এবি' ব্রেভিসের 'নো লুক সিক্স'-এ মজে ক্রিকেট দুনিয়া !! দেখে নিন সেই মুহূর্ত 1

গত বছর এবি ডি ভিলিয়ার্সের (Ab De Villiers) অবসরের কথা শুনে ক্রিকেট প্রেমীদের মন খারাপ হয়ে যায়। তবে সেই ক্ষতে কিছুটা মলম লাগিয়ে উদয় হয় নতুন এক ক্রিকেটারের। ‘বেবি এবি’ (Baby AB) U19 বিশ্বকাপের ইনিংসে ৫টি ফিফটি প্লাস স্কোর করেছিল তখন তাকে নিয়ে ঝড় ওঠে। এহেন ডিভাল্ড ব্রেভিস, যাকে ছোট এবি ডি ভিলিয়ার্সের ছোট সংস্করণ বলে মনে করা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স দলে সুযোগ করে নেয়। আর সুযোগ পেয়েই তিনি বুঝিয়ে দেন, কেন তাকে ‘বেবি এবি’র তকমা দেওয়া হচ্ছে।

Trending news: Dewald Brevis: Baby AB started blowing sixes as soon as he arrived, no look six went viral against KKR - Hindustan News Hub

KKR এবং MI এর মধ্যে IPL 2022 এর চোদ্দ নম্বর ম্যাচে, Dewald Brevis কে তার ডেবিউ ক্যাপ দেওয়া হয়। চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংসকে ছাড়িয়ে মুম্বাই ডিওয়াল্ডকে ৩ কোটি টাকাতে দলে নিয়ে নেয়। ১৮ বছর বয়সী ব্যাটারটি তৃতীয় ওভারে তিন নম্বরে ব্যাট করতে নামেন যখন মুম্বাই অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা ৩ রানে আউট হন।

টস হারার পর, মুম্বাই একটু নড়বড়ে শুরু করে। কেকেআর পেসার – উমেশ যাদব এবং রাসিখ কালাম প্রথমদিকে দুরন্ত বোলিংয়ে মুম্বাইকে নাস্তানাবুদ করে দেয়। রোহিতকে উমেশ যাদব-শর্ট লেংথ ডেলিভারিতে আউট করার পর, ডিওয়াল্ড ব্রেভিস তার আইপিএল ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যাট করতে নামেন এবং দ্বিতীয় ডেলিভারিতে চার মারেন।

IPL 2022 LIVE: Dewald Brevis Hits A No Look Six Off Varun Chakravarthy

এই ম্যাচেই রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীর বলে ‘নো লুক সিক্স’ মারেন তিনি। এছাড়া রাসিখ সালামের ওভারেও একই শট খেলেন তিনি। কেকেআরের বিরুদ্ধে বড় ইনিংস খেলতে না পারলেও এই ইনিংস দিয়েই তার প্রতিভা দেখেছেন সবাই। কেকেআরের বিরুদ্ধে ২৯ রান করেন তিনি। তার ইনিংস চলাকালীন তিনি দুটি ছয়ও মারেন। সব মিলিয়ে কলকাতার বিরুদ্ধে অভিষেক ম্যাচে তার ব্যাটিংয়ে বেশ খুশি হয়েছেন ক্রিকেট ফ্যানরা।

দেখে নিন সেই ছয়ের ভিডিও:

দুই দলের স্কোয়াড:

মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড: ইশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কাইরন পোলার্ড, ড্যানিয়েল সামস, ডিওয়াল্ড ব্রেভিস, মুরুগান অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, টাইমাল মিলস, বাসিল থাম্পি।

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড: অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), নীতীশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, রাশিখ সালাম, বরুণ চক্রবর্তী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *