চলতি আইপিএল ২০২২ (IPL 2022) এ রবিবার সন্ধ্যায় সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এবং পাঞ্জাব কিংসের (PBKS) মধ্যে ৭০ নম্বর ম্যাচটি (SRH vs PBKS) অনুষ্ঠিত হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দুই দলই প্ল অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে। পাঞ্জাব কিংসেরও একই অবস্থা। তাদেরও প্লে অফে যাওয়ার কোন সুযোগ নেই এবং বর্তমানে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। এই মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদ ১৩টি ম্যাচ খেলেছে যার মধ্যে তারা ৬টি ম্যাচ জিতেছে। পাঞ্জাব কিংসও ১৩টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র ৬টি ম্যাচ জিততে সক্ষম হয়েছে। শেষবার এই টুর্নামেন্টে যখন এই দুই দল মুখোমুখি হয়, সেই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসকে ৭ উইকেটে পরাস্ত করে।
SRH vs PBKS, 70th IPL 2022, Pitch Report (পিচ রিপোর্ট)
ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। ব্যাটিং উইকেটে বড় রানের ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। ঘাস থাকার কারণে পেসারদের জন্য এই উইকেটে কিছুটা সুবিধা থাকবে। বল ব্যাটে আসে খব সুন্দরভাবে। এই উইকেটে যা চরিত্র তাতে রান তাড়া করে জেতা বেশি সহজ কাজ। তার সঙ্গে শিশিরের ফ্যাক্টর অবশ্যই কাজ করবে। ফলে এই পিচে যেই দলই টস জিতবে সেই দলের অধিনায়কের চাইবে ফিল্ডিং করতে।
SRH vs PBKS, 70th IPL 2022, Weather Report (আবহাওয়া রিপোর্ট)
হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব ম্যাচের সময়ে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৭২ শতাংশ। ১১ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চালাবে। ম্যাচের মধ্যে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। খেলা চলাকালীন শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। তাই টস জিতে প্রথমে ফিল্ডিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা জমাটি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।
এসআরএইচ বনাম পিবিকেএস (SRH vs PBKS XI)
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ (SRH XI)
অভিষেক শর্মা, প্রিয়ম গার্গ, গ্লেন ফিলিপস, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক
পাঞ্জাব কিংস একাদশ (PBKS XI)
জনি বেয়ারস্টো, শিখর ধাওয়ান, ভানুকা রাজাপাকসে, লিয়াম লিভিংস্টোন, মায়াঙ্ক আগরওয়াল, জিতেশ শর্মা, হারপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, রাহুল চাহার, কাগিসো রাবাদা, আরশদীপ সিং