IPL 2022

সোমবার, চলতি আইপিএলে (IPL 2022) চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের দল মুখোমুখি হয়। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ। মুম্বইয়ের নেতৃত্ব রোহিত শর্মার হাতে এবং কলকাতার অধিনায়কত্ব করছেন শ্রেয়াস আইয়ার। ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে মুম্বাই। চোটের কারণে আইপিএলের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান।

এ দিন কলকাতার হয়ে শুরুটা দারুণ করেন ভেঙ্কটেশ আইয়ার ও অজিঙ্কা রাহানে। মারকুটে ব্যাটিংয়ে মুম্বই বোলারদের দাপে ফেলে দেয় তারা। তবে ঝড়ো ব্যাটিং করা ভেঙ্কটেশ আইয়ারক ড্যানিয়েল সামসের হাতে ক্যাচ দেন কুমার কার্তিকেয়ার বলে। ভেঙ্কটেশ ২৪ বলে তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৪৩ রান করে আউট হন। কলকাতা নাইট রাইডার্স তৃতীয় ধাক্কা পায় অধিনায়ক শ্রেয়াস আইয়ারের আউটে। শ্রেয়াস উইকেটরক্ষক ইশান কিষানের হাতে ক্যাচ দেন মুরুগান অশ্বিনের বলে। ৬ রান করে আউট হন শ্রেয়াস।

দেখে নিন আউটের ভিডিও:

https://www.iplt20.com/video/44878/m56-mi-vs-kkr–shreyas-iyer-wicket

আন্দ্রে রাসেলকে আউট করে কলকাতাকে চতুর্থ ধাক্কা দেন জসপ্রিত বুমরাহ। ৫ বলে ৯ রান করে আউট হন রাসেল। কেকেআর-এর ইনিংসের ১৫তম ওভারে বুমরাহর বলে কাইরন পোলার্ডের হাতে ধরা পড়েন তিনি। এ দিন, ভেঙ্কটেশ এবং রাহানে ৬০ রানের ওপেনিং পার্টনারশিপ করেন, যা এই মরশুমে কলকাতার জন্য সেরা। দুজনেই ভেঙেছেন নিজেদের রেকর্ড। রাহানে এবং ভেঙ্কটেশ ওয়াংখেড়েতে চেন্নাইয়ের বিরুদ্ধে ৪৩ রানের উদ্বোধনী জুটি ভাগ করে নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *