চলতি আইপিএলের (IPL 2022) প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। গুজরাট টাইটান্স টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। দল গুজরাট, প্রথমবার লিগে খেলছে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে। এটাই তাদের প্রথম প্লে অফে খেলার অভিজ্ঞতা। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। অল্পরানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল। তবে এরপর জস বাটলার ও সঞ্জু স্যামসনের ইনিংস রাজস্থানের ইনিংসকে স্থিরতা দেয়।
তবে মাত্র ৩ রানের জন্য এ দিন হাফ সেঞ্চুরি মিস করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। দলীয় স্কোরে ৭৯ রানে দ্বিতীয় ধাক্কা খায় রাজস্থান। সাই কিশোরের দ্বিতীয় (দলীয় দশম) ওভারের পঞ্চম বলে সঞ্জু বড় শট খেলতে গিয়ে আলজারি জোসেফের হাতে ক্যাচ দেন। ২৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকান সঞ্জু। ব্যাট করতে নামেন দেবদত্ত পাডিক্কল। রাজস্থান ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৯ রান করেছে। বর্তমানে দেবদত্তের সঙ্গে ক্রিজে আছেন জস বাটলার।
দেখে নিন আউটের ভিডিও:
https://www.iplt20.com/video/45987/q1-gt-vs-rr–sanju-samson-wicket