চলতি আইপিএলে (IPL 2022) বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হচ্ছে। এতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। এই সময় কেকেআরের দল প্রথমে ব্যাট করতে আসে।কিন্তু কেকেআরের শুরুটা ছিল খুবই খারাপ। দলীয় ৩৫ রানে ৪ উইকেট হারায়। কলকাতার প্রথম উইকেটের পতন হয় অ্যারন ফিঞ্চের বোল্ডে। ফিঞ্চকে আউট করেন চেতন সাকারিয়া। মজার ব্যাপার হল আউট হওয়ার আগে ফিঞ্চও একটি জীবন দান পেয়েছিলেন।
টস হেরে প্রথম ব্যাটিং কলকাতার
টস হেরে কেকেআরের হয়ে প্রথমে ব্যাট করতে নামেন ফিঞ্চ ও ভেঙ্কটেশ আইয়ার। এই সময় ৭ বলে ৩ রান করে আউট হন ফিঞ্চ। আসলে দিল্লির হয়ে দ্বিতীয় ওভারটি করছিলেন চেতন সাকারিয়া। এই ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ পাওয়া থেকে রক্ষা পান ফিঞ্চ। তার ক্যাচ ফেলে দেন দিল্লির ফিল্ডার রোভম্যান পাওয়েল। কিন্তু এর পর তৃতীয় বলে ফিঞ্চকে বোল্ড করেন চেতন। এই বলটি এতটাই বিপজ্জনক ছিল যে ফিঞ্চ বুঝতে পারেননি এবং বলটি স্টাম্পে ঢুকে যায়।
দেখে নিন ভিডিও
https://www.iplt20.com/video/43883/despite-reprieve-finch-falls-to-sakariya?tagNames=2022
উল্লেখযোগ্যভাবে, ফিঞ্চের আউটের পর ভেঙ্কটেশ আইয়ার অক্ষর প্যাটেলের বলে শিকার হন। ১২ বলে ৬ রান করে আউট হন তিনি। যেখানে এর পর বাবা ইন্দ্রজিৎ অভিষেক ম্যাচ খেলে আউট হন। কুলদীপ যাদবের বলে আউট হন তিনি। ব্যক্তিগত ৬ রানে আউট হন ইন্দ্রজিৎ। সেই সঙ্গে খাতাও খুলতে পারেননি সুনীল নারিন। তিনিও শূন্য রানে কুলদীপের বলে শিকার হন। এভাবে ৩৫ রানে ৪ উইকেট হারায় কলকাতা। ১৩.৪ ওভারে ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে বেশ বেকায়দায় কলকাতা।