IPL 2022: MS ধোনি পেলেন দীপক চাহারের থেকেও মারাত্মক বোলার, এক নিমেষে ঘুরিয়ে দেন ম্যাচ !! 1

চারবারের আইপিএল চ্যাম্পিয়ন (IPL 2022) চেন্নাই সুপার কিংসের জন্য আইপিএল 2022-এ এখনও পর্যন্ত আহামরি কিছুই ঘটেনি। খারাপ পারফরম্যান্সের জেরে দলের অধিনায়ক বদলাতে হয়েছে মরশুমের মাঝাপথেই। আবারও দলের অধিনায়ক হয়েছেন এমএস ধোনি। এবারের আইপিএল শুরুর আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন চেন্নাই দলের তারকা ফাস্ট বোলার দীপক চাহার। এমন পরিস্থিতিতে দল বেশ কিছু সমস্যার সম্মুখীন হলেও এমএস ধোনি এখন পেয়ে গিয়েছেন দীপক চাহারের মতো মারাত্মক বোলার।

ম্যাচ উইনার বোলার পেয়েছেন ধোনি

IPL 2022: MS ধোনি পেলেন দীপক চাহারের থেকেও মারাত্মক বোলার, এক নিমেষে ঘুরিয়ে দেন ম্যাচ !! 2

আইপিএল ২০২২ এর ৪৬ তম ম্যাচ চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদের। সেই ম্যাচে চেন্নাইয়ের বোলিংয়ের নায়কের মর্যাদা পান মুকেশ চৌধুরী। মুকেশ চৌধুরী এবারই প্রথমবার আইপিএলের আঙিনায় খেলছেন। আর আভিষেকেই দুর্দান্ত বোলিং দিয়ে সবার নজর কেড়েছেন এই বাঁহাতি পেসাট। হায়দ্রাবাদ ম্যাচে তিনি ব্যয়বহুল প্রমাণিত হলেও প্রাথমিক ওভারে উইকেট পেয়ে দলে দীপক চাহারের শূন্যস্থান পূরণের কাজটি করেছেন তিনি। দীপক চাহার উদ্বোধনী ওভারে উইকেট নেওয়ার জন্যও বিখ্যাত।

হায়দ্রাবাদের বিরুদ্ধে মুকেশের পারফরমেন্স

IPL 2022

সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার ছিলেন মুকেশ চৌধুরী। এই ম্যাচে তিনি তার চার ওভারের কোটায় ৪৬ রান দিয়েছেন এবং ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিজের নামে করে নেন। কোন সন্দেহ নেই চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের এই জয়ে বড় অবদান ছিল মুকেশ চৌধুরীর। মুকেশ চৌধুরী এখনও পর্যন্ত ৮ ম্যাচে ৯.৮২ ইকোনমিতে ১১ উইকেট পকেটে পুরে নিয়েছেন।

আহত হন দীপক চাহার

IPL 2022: MS ধোনি পেলেন দীপক চাহারের থেকেও মারাত্মক বোলার, এক নিমেষে ঘুরিয়ে দেন ম্যাচ !! 3

দীপক চাহারকে এই বছর চেন্নাই সুপার কিংস ১৪ কোটি টাকায় কিনে নেয়। কিন্তু দীপক চাহার টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই চোট পেয়ে ছিটকে যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় তথা শেষ টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে চোট পান দীপক চাহার। দীপক চাহার উরুর পেশীতে টান পড়েছে। তবে আইপিএল শুরুর আগে দীপক চাহার সেই চোট থেকে সেরে ওঠার পথেই ছিলেন এবং নেটে বোলিং করছিলেন। কিন্তু এরপর পিঠের চোটের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন তিনি। ফলস্বরূপ পুরো আইপিএল মরশুম থেকে ছিটকে যান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *