IPL 2022

চলতি আইপিএলের (IPL 2022)-এর ৬৬তম ম্যাচটি  ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে খেলা হয়। আর সেই ম্যাচটি ২ রানে জিতে নিল লখনউ। এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক কেএল রাহুল। প্রথমে ব্যাট করে লখনউ কোন উইকেট না হারিয়ে ২১০ রান করেন। ওপেনার কুইন্টন ডি কক ৭০ বলে ১৪০ এবং কেএল রাহুল ৫১ বলে ৬৮ রান করেন। এর সঙ্গেই ইতিহাসের পাতায় জায়গা করে নিল এই দুই খেলোয়াড়ের এই ইনিংস। আইপিএলে প্রথমবারের মতো কোন দল কোন উইকেট না হারিয়ে পুরো ২০ ওভার ব্যাট করলো।

ব্যাট হাতে রেকর্ড গড়লেন রাহুল ও ডি কক

IPL 2022

আইপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ওপেনিং জুটি। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ২০০ রানের ওপেনিং পার্টনারশিপ হয়। এর আগে, জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নারের মধ্যে ১৮৫ রানের উদ্বোধনী জুটি ছিল। গৌতম গম্ভীর এবং ক্রিস লিনের মধ্যে ১৮৪ রানের জুটি এরপরেই রয়েছে। এ ছাড়া যে কোন উইকেটে এটি তৃতীয় সর্বোচ্চ জুটি। এর আগে, বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের মধ্যে অপরাজিত ২১৫ রান এবং কোহলি ও ডি ভিলিয়ার্সের মধ্যে ২২৯ রানের জুটি গড়েন।

শেষ অবধি লড়াই চালান রিংকু সিং

IPL 2022

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কেকেআরের। ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে নাইটরা। খাতা না খুলেই মহসিন খানের বলে ডি ককের হাতে ক্যাচ দেন ভেঙ্কটেশ আইয়ার। এরপর প্রথম ম্যাচ খেলা অভিজিৎ তোমরও ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ইনিংসের হাল ধরেন নীতিশ রান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দু’জনেই ঝড়ের গতিততে রান তুলতে থাকেন। তবে সেই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কে গৌতমের বলে মার্কাস স্টোইনিসের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন নীতিশ রানা। তিনি ২২ বলে ৪২ রান করে যান।

IPL 2022: রাহুল-ডি'ককের কলকাতা বধ, রুদ্ধশ্বাস ম্যাচ ২ রান আগেই থেমে গেল কলকাতা 1

এরপর কলকাতার ইনিংসের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। তবে ২৯ বলে ৫০ রান করে মার্কাস স্টোইনিসের বলে দীপক হুডার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন আইয়ার। আইয়ারের পরেই প্যাভিলিয়নের পথে পা বাড়ান স্যাম বিলিংসও। রবি বিষ্ণোইয়ের বলে স্টাম্পড আউট হন তিনি। বিলিংস করে যান ৩৬ রান। সেই জায়গায় দাঁড়িয়ে তখনই মনে হয়েছিল ম্যাচটা হেরে যাবে কলকাতা। শেষ দিকে মারকাটারি ইনিংস খেলেন রিংকু সিং (৪0)। তাকে সঙ্গত দেন সুনীল নারাইন (২১)। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। ম্যাচটা ২ রানে হেরে প্লে অফ থেকে ছিটকে গেল কলকাতা।

Read More: ভিডিও: রবি বিষ্ণোইয়ের স্পিনের প্যাঁচ বুঝতেই পারলেন না স্যাম বিলিংস, বনলেন বোকা !! দেখে নিন উইকেটের ভিডিও

Leave a comment

Your email address will not be published.