শুক্রবার, আইপিএলের (IPL 2022) ৬০তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে এ দিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রানা তাড়া করে ম্যাচ জেতার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন ব্যাঙ্গালোর অধিনায়ক। এ দিন, প্রথমে ব্যাট করতে নেমে শুরুর কয়েকটা ওভার মারমুখি মেজাজে দেখা যায় শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টোকে। ৬ ওবারের মধ্যেই নিজের অর্ধশতরান সেরে ফেলেন বেয়ারস্টো। তবে এ দিন ২১ রান করে প্যাভিলিয়নের পথ ধরতে হয় ধাওয়ানকে। গ্লেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হয়ে যান তিনি। এর ভানুকা রাজাপাকসে ক্রিজে আসেন। তবে শ্রীলঙ্কার এই প্লেয়ার বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি। ১ রানেই আউট হয়ে যান তিনি। ৬৬ রান করা জনি বেয়ারস্টোকে প্যাভিলিয়নে ফেরান শাহনাজ আহমেদ। মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন এই ইংরেজ ব্যাটসম্যান।
দেখে নিন ভিডিও:
https://www.iplt20.com/video/45132/m60-rcb-vs-pbks–jonny-bairstow-wicket
এ দিন, ফাফ ডু প্লেসিস তার একাদশে কোন পরিবর্তন করেননি। পাঞ্জাব অধিনায়ক অবশ্য মায়াঙ্ক আগরওয়াল অবশ্য প্রথম দলে একটি পরিবর্তন করেন। এই ম্যাচে ডাগ আউটে বসতে হয়েছে সন্দীপ শর্মাকে। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন হরপ্রীত ব্রার। চলতি মরশুমে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হচ্ছে এই দুই দল। এর আগে ২৭ মার্চ এই দুই শিবির একে অপরের মুখোমুখি হয়। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারিয়ে দেয় পাঞ্জাব কিংস।