IPL 2022: GT vs LSG, Match No-04, Stats & Records Preview: গুজরাট বনাম লখনউয়ের ম্যাচে এই দুর্দান্ত রেকর্ড গড়তে চলেছে হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল এবং শুভমন গিল !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ (IPL 2022)। আর চার নম্বর ম্যাচে সোমবার মুখোমুখি হবে (GT vs LSG) গুজরাট টাইটানস (Gujarat Titans) এবং লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ৷ চলতি আইপিএলের জন্য দুটি নতুন দলের মধ্যে একটি হল গুজরাট। তারা এই মরসুমের জন্য হার্দিক পান্ডিয়াকে তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। প্রতিযোগিতায় তাদের অন্যতম সেরা বোলিং আক্রমণ থাকলেও ব্যাট হাতে বড় নাম নেই। প্রতিযোগিতায় দ্বিতীয় নতুন দল হল লখনউ সুপার জায়ান্টস। এই মরশুমে কেএল রাহুল তাদের অধিনায়ক দায়িত্ব পাল্ন করবেন। তাদের  স্কোয়াড যথেষ্ট ব্যালেন্সড এবং সমস্ত বিভাগে তাদের বড় নাম রয়েছে।
IPL 2022: I think bio-bubbles have brought the team together, says Lucknow Super Giants skipper KL Rahul

এই ম্যাচটি দিয়ে আইপিএলে প্রথম যাত্রা শুরু করবে গুজরাট টাইটানস (Gujarat Titans)। একই কথা বলা যেতে পারে লখনউয়ের (Lucknow Super Giants) ক্ষেত্রেও। এই প্রথমবার দুটি দলকে আইপিলের আঙিনায় দেখা যাবে।

DC বনাম MI এর পরিসংখ্যান এবং রেকর্ড:

IPL 2022: Fans Slam Hardik Pandya For Quirky Response To Journalist's Question

এই প্রথম আইপিএলের আসরে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটানস ও লখনউ সুপার জায়ান্টস। আসলে দুটি দলই নতুন এবং এই আঙিনায় আগে কখনও খেলেনি। দুই দলে বেশ কিছু তারকা ক্রিকেটার রয়েছে যাদের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে দল হিসেবে, মিলিয়ন ডলারের এই ক্রিকেটীয় লড়াই দুই শিবিরই একেবারেই নবীন। তাই প্রথম ম্যাচে এই দুই শক্তিশালী দলের খেলার ফলাফল কী হয়, সেই দিকেই এখন তাকিয়ে ক্রিকেট ফ্যানরা।

মাইলস্টোনের সামনে যে সব ক্রিকেটাররা:

IPL 2022: गुजरात के कप्तान हार्दिक पंड्या करेंगे ओपनिंग..! शुभमन गिल ने दिए संकेत - Gujarat Titans Captain Hardik Pandya Open with Shubman Gill in IPL 2022 GT vs LSG Match Updates tspo - AajTak

হার্দিক পান্ডিয়া: ১৫০০ রান থেকে মাত্র ২৪ ‘কদম’ দূরে রয়েছেন পান্ডিয়া। অন্যদিকে, আর ২টি ছয় মারলেই ১০০ ওভার বাউন্ডারির রেকর্ড গড়বেন এই অলরাউন্ডারটি।

কেএল রাহুল: লখনউ অধিনায়কও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিনি। আর ২টি চার মারলেই পূরণ করে ফেলবেন ৫০০ বাউন্ডারির নজির।

শুভমন গিল: গিলও একটি নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আর ৮৩ রান করলেই আইপিএলের আঙিনায় ১৫০০ রান করে ফেলবেন প্রাক্তন নাইট ব্যাটসম্যানটি।

ডেভিড মিলার: আর ২৬ রান ব্যাট হাতে তুলে নিতে পারলেই আইপিএল ক্রিকেটে ২০০০ রানের মালিক হয়ে যাবেন ডেভিড মিলার।

শাহবাজ নাদিম: ৫০ উইকেট থেকে মাত্র দু ‘পা’ দূরে রয়েছেন এই স্পিন বোলার। এই ম্যাচে সেই লক্ষ্য পূরণ করতে চাইবেন নাদিম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *