চলতি আইপিএলের (IPL 2022) দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া এই ম্যাচের মাধ্যমেই জানা যাবে কোন দল ফাইনালে যাবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসের মধ্যে এই ম্যাচটি অবশ্যই অ্যাসিড টেস্ট। রবিবার ট্রফি জয়ের লড়াইয়ে কোন দল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে, সেটাই ঠিক করে দেবে এই ম্যাচ। অন্যদিকে, হেরে যাওয়া দলের ট্রফি জয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে।
এ দিন, টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এটাই চলতি আইপিএলের প্রথম ম্যাচ। তাই উইকেটের তাজা ভাবটা ব্যবহার করার জন্যই প্রথমে ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণের হাতে বল তুলে দেন সঞ্জু। প্রসিদ্ধ বল হাতে এসেই বিরাট কোহলির উইকেটটা তুলে নেন। তিনি প্যাভিলিয়নে ফিরতেই ক্রিজে আসেন রজত পতিদার। গত ম্যাচে শতরান করা পতিদারের থেকে এই ম্যাচেও বড় রানের আশায় রয়েছে ব্যাঙ্গালোর। তবে এর মাঝেই ২৭ বলে ২৫ রান করে আউট হন ব্যাঙ্গালোর অধিনায়ক। ওবেদ ম্যাককয়ের বলে রবিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি:।
দেখে নিন সেই ভিডিও:
https://www.iplt20.com/video/46187/q2-rr-vs-rcb–faf-du-plessis-wicket