মঙ্গলবার, চলতি আইপিএলের (IPL 2022) প্রথম কোয়ালিফায়ারে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। গুজরাট টাইটান্স টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। দল গুজরাট, প্রথমবার লিগে খেলছে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে। এটাই তাদের প্রথম প্লে অফে খেলার অভিজ্ঞতা। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। অল্পরানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল। তবে এরপর জস বাটলার ও সঞ্জু স্যামসনের ইনিংস রাজস্থানের ইনিংসকে স্থিরতা দেয়।
এ দিন, ৪৭ রানের মারকুটে ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। প্রথম উইকেট হারানোর পর তিনিই ইনিংসের হাল ধরেন। তবে অর্ধশতরান থেকে ৩ রান দূরেই থামতে হয় রাজস্থান অধিনায়ককে। সাই কিশোরের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে সঞ্জু বড় শট খেলতে গিয়ে আলজারি জোসেফের হাতে ক্যাচ দেন। এরপর ক্রিজে আসেন দেবদত্ত পাডিক্কল। তিনিও এ দিন ইডেনের ব্যাটিং বান্ধব পিচকে কাজে লাগিয়ে চটজলদি ২৮ রান করে ফেলেন। তবে হার্দিক পান্ডিয়ার একটি বাইরে যাওয়া বলকে টেনে এনে বোল্ড হন তিনি।
দেখে নিন আউটের ভিডিও:
https://www.iplt20.com/video/45992/q1-gt-vs-rr–devdutt-padikkal-wicket