IPL 2022: চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক বেছে দিলেন বীরেন্দ্র সেহওয়াগ, নামটা দেখলে অবশ্যই অবাক হবেন 1

আইপিএল ২০২২-এ (IPL 2022) চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির পর পরবর্তী অধিনায়ক খুঁজে বের করার লক্ষ্য নিয়ে মাঠে নামে। মরশুম শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে, ধোনি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান এবং সিএসকে অধিনায়কত্ব রবীন্দ্র জাদেজার হাতে তুলে দেওয়া হয়। জাদেজার নেতৃত্বে অবশ্য পরপর ম্যাচে হারের মুখ দেখতে হয় চেন্নাইকে যার জন্য এই অলরাউন্ডার মরশুমের মাঝামাঝি ফের ধোনির কাঁধেই এই দায়িত্ব তুলে দেন। চেন্নাইয়ের হয়ে ৪বার ট্রফিজয়ী এই অধিনায়কের বয়স এখন ৪০ বছর।

IPL 2022

এমন পরিস্থিতিতে সিএসকে এমন একজন তরুণ প্রতিভা খুঁজছে যিনি দীর্ঘ সময় ধরে দলের নেতৃত্ব দিতে পারেন। চেন্নাই সুপার কিংসের এই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। ঋতুরাজ গায়কোয়াডকে চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে মনে করেছেন তিনি। সেহওয়াগ বলেছেন যে, গায়কোয়াড শান্ত প্রকৃতির এবং তিনি মহারাষ্ট্রের অধিনায়কত্বও করেছেন যার কারণে তিনি জানেন কীভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।

কী বললেন সেহওয়াগ ?

MS Dhoni

এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই প্রাক্তন ওপেনার বলেন “গায়কোয়াড মহারাষ্ট্রের অধিনায়ক। তিনি খুব শান্তভাবে খেলেন। সেঞ্চুরি করলেও তিনি শান্ত থাকেন এবং ০ রানে আউট হওয়ার পরেও তার প্রতিক্রিয়া একই থাকে। তার মুখ দেখে বোঝা যায় না তিনি সেঞ্চুরি করতে পেরে খুশি বা শূন্য রানে আউট হওয়ার জন্য দুঃখিত। তার নিজের ওপর নিয়ন্ত্রণ আছে এবং খুবই শান্ত। একজন ভালো অধিনায়ক হওয়ার জন্য প্রয়োজনীয় সব গুণ তার আছে। গায়কোয়াড প্রথম-শ্রেণীর ক্রিকেটার। অধিনায়ক হিসেবে সে জানে একটা ম্যাচ কীভাবে পরিচালনা করতে হবে। বল কাকে দিতে হবে, ব্যাটিং অর্ডারে কী কী পরিবর্তন করতে হবে, সবই তিনি জানেন।”

Leave a comment

Your email address will not be published.