চলতি আইপিএলের (IPL 2022) ৬১ নম্বর ম্যাচে শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে শেষ পর্যন্ত হায়দ্রাবাদকে ৫৪ রানে হারিয়ে দিল কলকাতা। এ দিন কলকাতা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে। দলের এই স্কোর পৌঁছানোর পেছনে সবচেয়ে বড় হাত ছিল বিলিংস ও রাসেলের। দুজনেই ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এই ম্যাচে ২৯ বলে ৩৪ রান করেন বিলিংস। একইসঙ্গে ২৮ বলে অপরাজিত ৪৯ রান করেন রাসেল। হায়দরাবাদের হয়ে ওমরান মালিক ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। এই ম্যাচে জিততে হায়দরাবাদকে এখন ১৭৮ রান করতে হতো। তবে ১২৩ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
কলকাতাকে একার হাতে জয় এনে দিলেন রাসেল
টস জিতে প্রথমে ব্যাট করতে যাওয়া কেকেআরের শুরুটাও খুব একটা ভালো হয়নি। মাত্র ৭ রান করে জ্যানসেনের শিকার হন ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। তার আউটের পর দলের হাল ধরেন নীতীশ রানা ও রাহানে। একসাথে তারা ৪৭ রানের পার্টনারশিপ ভাগ করে নেয়, যদিও রাহানে আবার ২৪ বলে ২৮ রান করেন এবং উমরান মালিকের বলে আউট হন। পাঁচ উইকেটের পড়ে যাওয়ার পর দলের স্কোর এগিয়ে নেন বিলিংস ও রাসেল দুজনে মিলে গড়েন হাফ সেঞ্চুরির জুটি। এই ম্যাচে ২৯ বলে ৩৪ রান করেন বিলিংস। একইসঙ্গে ২৮ বলে অপরাজিত ৪৯ রান করেন রাসেল। তার ইনিংসের ওপর ভর করেই কেকেআর ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে।
এ দিন ব্যাট করতে নেমে কোন সময়ই মনে হয়নি হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা এই ম্যাচটা জিততে পারেন। ফের ফ্লপ হন হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯ রান করে আউট হন তিনি। অন্য ওপেনার অভিষেক শর্মা ৪৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তিনিই এ দিন হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ রান করেন। রাহুল ত্রিপাঠি ৯ রান করে আউট হয়ে যান। কিছুটা লড়াই চালান এইডেন মার্করাম। তিনি করেন ৩২ রান। তিনি আউট হতেই হায়দ্রাবাদের সব আশা শেষ হয়ে যায়। বিষ্ফোরক ব্যাটসম্যান নিকোলাস পুরান এ দিন রান পাননি। মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। সব মিলিয়ে শেষ পর্যন্ত ১২৩ রানেই শেষ হয়ে যায় কেন উইলিয়ামসনদের লড়াই। কলকাতার হয়ে তিনটি উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল। ২টি উইকেট পান টিম সাউদি।
কী বললেন ম্যাচের সেরা রাসেল?
এ দিন খেলা শেষ হওয়ার পর ম্যাচের সেরা খেলোয়াড় হওয়া আন্দ্রে রাসেল বলে, “আমি প্রথম থেকেই বড় শট খেলার চেষ্টা করি। এই ভাবেই আমি অভ্যস্ত। তবে এ দিন ওরা উইকেটে বল করছিল। তাই হাত খুলে খেলার খুব একটা সুযোগ পাইনি। ম্যাচটা আমরা ভালো খেলেছি। তবে এই ম্যাচে সব কিছুই যে আমাদের পক্ষে গেছে এমনটাই নয়। এই ম্যাচে ব্যাটে ও বলে, দুই বিভাগেই ভালো করে দেখাতে পেরেছি। আর সেরা দলকে জয় এনে দিয়েছে ভেবে সত্যিই খুব ভালো লাগছে।”